Ajker Patrika

শেরপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মুড়ি মিছিল

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৭: ২৪
শেরপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মুড়ি মিছিল

শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মোশারফ হোসেন দুলালের পক্ষে মুড়ি মিছিল করেছেন এলাকাবাসী।

গতকাল রোববার দুপুরে উপজেলার ঘুঘুরাকান্দি বাজার থেকে মিছিলটি বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. গোলাম মোস্তফা, সমাজসেবক মো. উজ্জল মিয়া, মো. সাইদুল মিয়া, মো. ছামেদ আলীসহ ইউনিয়নের প্রায় ৪ হাজার নারী-পুরুষ মাথায় মুড়ির বস্তা, ব্যানার, ফেস্টুন, আনারস প্রতীক নিয়ে মিছিলে অংশ নেন।

এতে স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীকেও দেখা যায়। তারাও চান নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মোশারফ হোসেন দুলাল নির্বাচনে জয়লাভ করুক।

স্থানীয় একাধিক নেতা-কর্মী অভিযোগ করেন, বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন। জন্মসনদ নিতে গেলে স্থানীয় জনসাধারণের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন তিনি।

এ ছাড়া এলাকার কোনো উন্নয়ন করেননি। তাই দলের যোগ্য লোককে মনোনয়ন না দেওয়ায় তারা স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন দুলালের পক্ষে অবস্থান নিয়েছেন। এলাকাবাসীও তার পক্ষে একাট্টা হয়েছেন।

মিছিল শেষে ঘুঘুরাকান্দি বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মোশারফ হোসেন দুলাল বলেন, আমি আজকের মিছিল সম্পর্কে জানতাম না।

আমার নির্বাচনী এলাকার সাধারণ ভোটাররা আমাকে ভালোবেসে এই মুড়ি মিছিল করেছে। যদি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, তবে আমি বিপুল ভোটে জয়ী হব। ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মজিদ মজু ও তার সমর্থকেরা বিভিন্ন জায়গায় উসকানিমূলক কথা বলে বেড়াচ্ছেন।

আমার একটাই দাবি, জনগণ যাকে ভোট দেবে সেই যেন চেয়ারম্যান হয়। নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।

জানা গেছে, বেতমারী-ঘুঘুরাকান্দি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ মজু। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে লড়ছেন মো. মোশারফ হোসেন দুলাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত