Ajker Patrika

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে নানা আয়োজন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১২: ৪৮
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে নানা আয়োজন

নানা আয়োজনে গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ এ প্রতিপাদ্যে আলোচনা সভা ও মানববন্ধনে দিবসটি পালিত হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো তথ্যে:

মৌলভীবাজার: সকাল ১১টায় জেলা সার্কিট হাউসে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন, হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক এরশাদ মিয়া, মৌলভীবাজার জেলা কমিটির সহসভাপতি ডা. আবু মোহদ চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আখলাকুর রহমান।

এতে মাসিক দুদক বার্তা পাঠ করেন মীর ইউসুফ আলী, কবিতা আবৃত্তি করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিশু তাওফিকা মুজাহিদ।

সুনামগঞ্জ: জেলার ১২ উপজেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথ উদ্যোগ এর আয়োজন করা হয়। এদিন

সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুদক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজন করে।

এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত শিল্পীরা।

পরে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক। আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নূরুর রব চৌধুরী, সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা দুর্নীতি বিরোধী মানববন্ধনে অংশ নেন।

চুনারুঘাট (হবিগঞ্জ) : সকাল ১০টায় শহরের দাউদনগর বাজারে মানববন্ধনের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেয়।

বানিয়াচং (হবিগঞ্জ) : বানিয়াচংয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে উপজেলা পরিষদের মিলনায়তনে উক্ত আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : এ দিবসে উপজেলার শহরের দাউদনগর বাজারে মানববন্ধনের আয়োজন করে উপজেলা প্রশাসন। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত