মোহাম্মদ আসাদুজ্জামান, গাজীপুর
গাজীপুরে ফেলে দেওয়া প্লাস্টিক ও টাইলস ব্যবহার করে টেকসই সড়ক নির্মাণের পরীক্ষামূলক কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এর সম্ভাব্যতা যাচাই করতে ইতিমধ্যে ১০০ মিটার সড়ক নির্মাণ করেছে তারা। নির্মিত সড়ক আগামী এক বছর পর্যবেক্ষণ করা হবে। পরিবেশদূষণ রোধ ও নির্মাণ ব্যয় কমানোর লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
এলজিইডির গাজীপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, দেশে বিপুল পরিমাণ প্লাস্টিক ও টাইলস পরিত্যক্ত হয়। এতে পরিবেশদূষণ বাড়ছে। বিটুমিনের সাশ্রয় এবং সড়কের স্থায়িত্ব বাড়াতে দেশে সড়ক নির্মাণে প্লাস্টিক ও টাইলসের গুঁড়া ব্যবহারের বিষয়টি নিয়ে গবেষণা হয়েছে। এর অংশ হিসেবে সড়ক নির্মাণে ইটের খোয়ার বদলে ফেলে দেওয়া টাইলসের গুঁড়া ও কার্যক্ষমতা বাড়ানোর জন্য বিটুমিনের সঙ্গে পরিত্যক্ত প্লাস্টিক গলিয়ে ব্যবহার করা হয়েছে।
জানা গেছে, দেশে প্রথমবারের মতো গাজীপুর সদর উপজেলার পিরুজালী সড়কঘাটা এলাকায় ১০০ মিটার গ্রামীণ সড়ক নির্মাণে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর আগে দেশে কোথাও সড়ক নির্মাণে এসব উপাদান ব্যবহারের কথা জানা যায়নি।
এলজিইডির গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক বলেন, ‘গাজীপুর একটি শিল্প সমৃদ্ধ জেলা। এখানে টাইলস, পানি ও কোমলপানীয় উৎপাদনকারী অনেক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব কারখানায় প্রতিবছর বিপুল পরিমাণ টাইলস, প্লাস্টিকের বোতল নষ্ট হয়, যা তারা ফেলে দিয়ে পরিবেশের দূষণ করে। সারা দেশে মানুষ নিজেরাও পলিথিন ও প্লাস্টিকের বোতল ব্যবহারের পর ফেলে দিয়ে থাকে। ফেলে দেওয়া এসব টাইলস ও প্লাস্টিকসামগ্রী পুনরায় ব্যবহার করলে পরিবেশদূষণ কমানো সম্ভব। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও নির্মাণ ব্যয় সাশ্রয় হবে।’
নির্বাহী প্রকৌশলী জানান, পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি ব্যবহার করে প্লাস্টিকের আঠালো বৈশিষ্ট্যের কারণে বিটুমিন কমিয়ে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ইটের খোয়ার বদলে ফেলে দেওয়া ভাঙা টাইলসের খোয়া মেশানো হয়েছে। এ প্রযুক্তিতে পরীক্ষামূলকভাবে সড়ক নির্মাণে ১০০ মিটার অংশ পাইলট প্রকল্প হিসেবে নেওয়া হয়েছে। এটি ল্যাবরেটরিতে অধিকতর পরীক্ষা করে প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে। গাজীপুর সদর উপজেলার সড়কঘাটা এলাকায় ১০০ মিটার গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়েছে।
প্রকৌশলী আব্দুল বারেক বলেন, ‘এই প্রযুক্তিতে ১০০ কেজি বিটুমিনের মধ্যে ৯১ শতাংশ বিটুমিন ও ৯ শতাংশ প্লাস্টিক গলিয়ে মেশানো হয়েছে। সড়কটি নির্মাণে সাব-বেজ অংশে ইটের খোয়ার পরিবর্তে ফেলে দেওয়া টাইলসের খোয়া মেশানো হয়েছে। অর্থাৎ, আগে যেখানে ১০০ কেজি বিটুমিন লাগত, সেখানে ৯১ কেজি বিটুমিন ও ৯ কেজি প্লাস্টিকের মিশ্রণ নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয়েছে। যেভাবে কার্পেটিং করা হতো, সেভাবেই মিশ্রণটি সড়কের কার্পেটিংয়ে প্রয়োগ করা হয়েছে। এভাবে বিটুমিনের কার্যক্ষমতা সর্বোচ্চ পাওয়া যায়। পরীক্ষামূলক প্রক্রিয়াটি দেশে প্রথম গাজীপুরের সড়কেই প্রয়োগ করা হলো।’
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ‘পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে আমাদের প্রতিবেশী দেশ ভারতে হাজার হাজার কিলোমিটার হাইওয়ে সড়ক নির্মাণ করা হয়েছে। আমরাও বিভিন্ন ল্যাবরেটরিতে পরীক্ষায় এসব জিনিস অধিকতর ব্যবহার করা যায় কি না, তা দেখব। এভাবে সড়ক নির্মাণে পরিবেশদূষণ কমবে এবং নির্মাণ ব্যয় হ্রাস পাবে।’
গাজীপুরে ফেলে দেওয়া প্লাস্টিক ও টাইলস ব্যবহার করে টেকসই সড়ক নির্মাণের পরীক্ষামূলক কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এর সম্ভাব্যতা যাচাই করতে ইতিমধ্যে ১০০ মিটার সড়ক নির্মাণ করেছে তারা। নির্মিত সড়ক আগামী এক বছর পর্যবেক্ষণ করা হবে। পরিবেশদূষণ রোধ ও নির্মাণ ব্যয় কমানোর লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
এলজিইডির গাজীপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, দেশে বিপুল পরিমাণ প্লাস্টিক ও টাইলস পরিত্যক্ত হয়। এতে পরিবেশদূষণ বাড়ছে। বিটুমিনের সাশ্রয় এবং সড়কের স্থায়িত্ব বাড়াতে দেশে সড়ক নির্মাণে প্লাস্টিক ও টাইলসের গুঁড়া ব্যবহারের বিষয়টি নিয়ে গবেষণা হয়েছে। এর অংশ হিসেবে সড়ক নির্মাণে ইটের খোয়ার বদলে ফেলে দেওয়া টাইলসের গুঁড়া ও কার্যক্ষমতা বাড়ানোর জন্য বিটুমিনের সঙ্গে পরিত্যক্ত প্লাস্টিক গলিয়ে ব্যবহার করা হয়েছে।
জানা গেছে, দেশে প্রথমবারের মতো গাজীপুর সদর উপজেলার পিরুজালী সড়কঘাটা এলাকায় ১০০ মিটার গ্রামীণ সড়ক নির্মাণে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর আগে দেশে কোথাও সড়ক নির্মাণে এসব উপাদান ব্যবহারের কথা জানা যায়নি।
এলজিইডির গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক বলেন, ‘গাজীপুর একটি শিল্প সমৃদ্ধ জেলা। এখানে টাইলস, পানি ও কোমলপানীয় উৎপাদনকারী অনেক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব কারখানায় প্রতিবছর বিপুল পরিমাণ টাইলস, প্লাস্টিকের বোতল নষ্ট হয়, যা তারা ফেলে দিয়ে পরিবেশের দূষণ করে। সারা দেশে মানুষ নিজেরাও পলিথিন ও প্লাস্টিকের বোতল ব্যবহারের পর ফেলে দিয়ে থাকে। ফেলে দেওয়া এসব টাইলস ও প্লাস্টিকসামগ্রী পুনরায় ব্যবহার করলে পরিবেশদূষণ কমানো সম্ভব। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও নির্মাণ ব্যয় সাশ্রয় হবে।’
নির্বাহী প্রকৌশলী জানান, পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি ব্যবহার করে প্লাস্টিকের আঠালো বৈশিষ্ট্যের কারণে বিটুমিন কমিয়ে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ইটের খোয়ার বদলে ফেলে দেওয়া ভাঙা টাইলসের খোয়া মেশানো হয়েছে। এ প্রযুক্তিতে পরীক্ষামূলকভাবে সড়ক নির্মাণে ১০০ মিটার অংশ পাইলট প্রকল্প হিসেবে নেওয়া হয়েছে। এটি ল্যাবরেটরিতে অধিকতর পরীক্ষা করে প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে। গাজীপুর সদর উপজেলার সড়কঘাটা এলাকায় ১০০ মিটার গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়েছে।
প্রকৌশলী আব্দুল বারেক বলেন, ‘এই প্রযুক্তিতে ১০০ কেজি বিটুমিনের মধ্যে ৯১ শতাংশ বিটুমিন ও ৯ শতাংশ প্লাস্টিক গলিয়ে মেশানো হয়েছে। সড়কটি নির্মাণে সাব-বেজ অংশে ইটের খোয়ার পরিবর্তে ফেলে দেওয়া টাইলসের খোয়া মেশানো হয়েছে। অর্থাৎ, আগে যেখানে ১০০ কেজি বিটুমিন লাগত, সেখানে ৯১ কেজি বিটুমিন ও ৯ কেজি প্লাস্টিকের মিশ্রণ নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয়েছে। যেভাবে কার্পেটিং করা হতো, সেভাবেই মিশ্রণটি সড়কের কার্পেটিংয়ে প্রয়োগ করা হয়েছে। এভাবে বিটুমিনের কার্যক্ষমতা সর্বোচ্চ পাওয়া যায়। পরীক্ষামূলক প্রক্রিয়াটি দেশে প্রথম গাজীপুরের সড়কেই প্রয়োগ করা হলো।’
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ‘পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে আমাদের প্রতিবেশী দেশ ভারতে হাজার হাজার কিলোমিটার হাইওয়ে সড়ক নির্মাণ করা হয়েছে। আমরাও বিভিন্ন ল্যাবরেটরিতে পরীক্ষায় এসব জিনিস অধিকতর ব্যবহার করা যায় কি না, তা দেখব। এভাবে সড়ক নির্মাণে পরিবেশদূষণ কমবে এবং নির্মাণ ব্যয় হ্রাস পাবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪