Ajker Patrika

তরুণীর হাত ধরা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯: ৩১
তরুণীর হাত ধরা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

বটিয়াঘাটার দারোগার ভিটাসংলগ্ন আলমগীরের মেয়ের বিয়ে উপলক্ষে বাড়ির পাশে একটি মাঠে গান হচ্ছিল বৃহস্পতিবার রাতে। সেখানে স্থানীয় যুবক মামুন হাওলাদারসহ তার সঙ্গীরা উপস্থিত ছিলেন। এখানে ছিলেন জলমা ইউনিয়নের মল্লিকের মোড়ের মেরাজ বাহিনীর সদস্যরাও। ওই বাহিনীর এক সদস্য হঠাৎ নৃত্যরত এক তরুণীর হাত টেনে ধরলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ওই দিন মেরাজ বাহিনীর এক সদস্য মামুনদের হাতে মার খেয়ে হুমকি দিয়ে চলে যান। এ ঘটনার জেরে শুক্রবার রাত সোয়া আটটার দিকে মামুনকে রাতে ডেকে নিয়ে হত্যা করে মেরাজ বাহিনীর সদস্যরা। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সজল নামের এক কিশোরকে আটক করেছে বলে জানা গেছে।

এ ঘটনার অনুসন্ধানে গিয়ে জানা গেছে, আগের দিনের ঘটনার জেরে মেরাজ বাহিনীর সদস্যরা মামুনদের ওপর হামলা চালায়। এতে তারা মামুনের শ্বাসনালী ছিঁড়ে ফেলার চেষ্টা করে এবং রেল লাইনের পাশে রাখা বড় পাথর দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ঘটনাস্থলে মামুনের মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ব্যবসায়ী আবুল জানান, বিয়ের রাতের ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড। অনেকে এ বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। রহিম নামের অপর এক ব্যবসায়ী জানান, ছেলেটা ড্রেজারের শ্রমিক হিসেবে কর্মরত ছিল। উঠতি বয়সের ছেলে বন্ধুবান্ধব আছে। ঘটনার আগের দিন রাতে এ মাঠে কনসার্ট চলছিল। পাশের গ্রাম থেকে কিছু বখাটে ছেলে এসে কনসার্টে নৃত্যরত এক তরুণীর হাত ধরলে গন্ডগোল বাঁধে।

বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) জাহিদুর রহমান জানান, এখনো থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত