Ajker Patrika

আফজল খানের শেষ বিদায়ে জনতার ঢল

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৬: ৩৯
আফজল খানের শেষ বিদায়ে  জনতার ঢল

কুমিল্লার বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খানকে (৮২) ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয়েছে। গতকাল বুধবার বাদ জোহর তাঁর জানাজায় নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে জনতার ঢল নামে। পরে পারিবারিক কবরস্থান নগরীর ঠাকুর পাড়ায় তাঁর লাশ দাফন করা হয়।

এদিকে টাউন হলের জানাজার আগে আফজল খানকে রাষ্ট্রীয় সম্মাননা জানায় কুমিল্লা জেলা পুলিশের একটি দল। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আফজল খানের কফিনে ফুলেল শ্রদ্ধাঞ্জলি দেন কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)। এ ছাড়া তাঁর জানাজায় অংশ নেন এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ, সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, আ ক ম বাহাউদ্দিন বাহার,

সাংসদ আবুল হাশেম, নাসিমুল আল নজরুল, কুমিল্লা সিটি মেয়র মো. মনিরুল হক সাক্কু, সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. আবু তাহের, সাবেক প্রশাসক ওমর ফারুক, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান গত মঙ্গলবার দুপুরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ১ মেয়ে, ৩ ছেলে রেখে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত