Ajker Patrika

ক্লিনিকে নবজাতকের মৃত্যু অবহেলার অভিযোগ

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৬: ৩৫
ক্লিনিকে নবজাতকের মৃত্যু অবহেলার অভিযোগ

মাদারীপুরের রাজৈর উপজেলায় নার্সের দায়িত্ব অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার টেকেরহাটে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীরা বিক্ষোভ করলে পুলিশের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।

অভিযুক্ত নার্স হাফিজা আক্তার (৩৫) ‘সেফ ডেলিভারি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের’ মালিক। তবে ওই হসপিটালে কোনো এমবিবিএস ডাক্তার নেই। স্বামী আবুল হোসেন ও স্ত্রী দুজন সন্তান ডেলিভারির কাজ করেন বলে জানা গেছে। এ দিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল।

জানা গেছে, টেকেরহাট বন্দরের পূর্ব স্বরমঙ্গল গ্রামের মাস্টার কলোনি এলাকায় রাকিব (২৬) ও জেয়াসমিন (২৪) দম্পতি ভাড়া বাসায় বসবাস করেন। তাঁরা উপজেলার আমগ্রাম এলাকার বসিন্দা। গত রোববার জেয়াসমিনের প্রসব ব্যথা উঠলে রাত সাড়ে ৯টায় সেফ ডেলিভারি হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হসপিটালের মালিক হাফিজা আক্তার নিজেকে গাইনি ডাক্তার পরিচয় দিয়ে রোগীর বিভিন্ন পরীক্ষা শুরু করেন। পরে বাচ্চা সুস্থ আছে জানিয়ে নরমাল ডেলিভারির ব্যবস্থা করা হয়। ৯ হাজার ৫০০ টাকা বিল করা হয়। একপর্যায়ে বাচ্চা অসুস্থ হতে থাকায় বিভিন্ন অজুহাত দেখিয়ে সোমবার দুপুর ১২টায় তাঁদের ছাড়পত্র দেওয়া হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে বাচ্চাটি মারা যায়। এ ঘটনায় ভুক্তভোগীরা হসপিটালের সামনে বিক্ষোভ করলে রাজৈর-শিবচর সার্কেল এএসপি আনিসুর রহমান ও রাজৈর থানার ওসি শেখ সাদিক ঘটনাস্থলে আসেন। বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কথিত ডাক্তার হাফিজা আক্তার বলেন, ‘তাঁরা শিশুটি সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে গেছেন। ঠিকমতো ওষুধ খাওয়াতে ভুল করায় শিশুর মৃত্যু হতে পারে। তবে মীমাংসার চেষ্টা চলছে।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।’

মাদারীপুর সিভিল সার্জন ডা. মনির আহমদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘সনদ বিহীন ব্যক্তি এ কাজ করে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে সনদ বিহীন ব্যক্তিদের এ কাজে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত