Ajker Patrika

ব্যর্থতার আঁধারে আছে সাফল্যের আলোও

প্রিন্স রাসেল
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৩: ০৩
ব্যর্থতার আঁধারে আছে সাফল্যের আলোও

সাফল্যের আলো

ভালোমন্দ মিলিয়ে বছরটা এগোচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। ব্যর্থতা এক পাশে রাখলে উল্লেখযোগ্য সাফল্য আছে দলের। অন্ধকারে আলোর রেখা হয়ে আছে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সংস্করণে সিরিজ হারানো। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড (১২ ম্যাচে ৮ জয়)। গত আগস্টে ৫ ম্যাচের সিরিজে অজিদের ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে দাপট ধরে রেখেছিল দল। বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই ও মে মাসে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। জুলাইয়ে প্রথমবারের মতো দেশের বাইরে পূর্ণাঙ্গ সিরিজ জয়ের দারুণ স্মৃতি আছে। জিম্বাবুয়ে সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সিরিজ জিতেছে বাংলাদেশ।

ফাইল ছবিব্যর্থতার আঁধার

প্রান্তসীমায় আসা বছরটায় দেশের ক্রিকেট হেঁটেছে পেছন দিকে। করোনার ধাক্কা কাটিয়ে জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। বছরের শুরুতে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হয়েছে। মার্চে নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের দুটি সিরিজেই হোয়াইটওয়াশ। শ্রীলঙ্কায় গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে হারতে হয়েছে ১-০ ব্যবধানে। সবচেয়ে বেশি হতাশ করেছে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। আরব আমিরাতের ব্যর্থতার রেশ থাকল ঘরের মাঠে হোম সিরিজেও। পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

সাকিব-রিয়াদ-তামিম বিতর্ক

নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন গত জানুয়ারিতে। এর সঙ্গে যোগ হয়েছে হঠাৎই তামিম ইকবালের টি-টোয়েন্টি সংস্করণ তথা বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর বিতর্ক। দেশের ক্রিকেটের পাঁচ তারকার আরেকজন মাহমুদউল্লাহ রিয়াদ এ বছরই অভিমানে টেস্ট ক্রিকেটকে বলেছেন বিদায়। এ মাসেই দল ঘোষণার পর নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়ে ফের বিতর্কে আসেন সাকিব আল হাসান।

কোচ-নির্বাচকদের নিয়ে নাটক

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজে ব্যর্থতার জেরে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা। যদিও সব বিতর্ক ছাপিয়ে নিউজিল্যান্ড সফরে ডমিঙ্গোকে পাঠিয়েছে বিসিবি। তবে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের ভাগ্য ঝুলিয়ে রেখে তাঁর জায়গায় সাবেক কোচ জেমি সিডন্সকে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিদায় জানানো হয়েছে ফিল্ডিং কোচ রায়ান কুককে।

ফাইল ছবিউইকেট বিতর্ক

বাংলাদেশ ক্রিকেটে বছরজুড়ে উইকেট নিয়ে ছিল প্রবল বিতর্ক। মন্থর ও বাজে উইকেটে কয়েকটা সিরিজ খেলেছে দল। স্পোর্টিং এবং বাউন্সি উইকেটের যে চাহিদা ছিল তার ন্যূনতমও পূরণ করতে পারেনি বিসিবি। বাজে উইকেটে খেলার খেসারত বাংলাদেশ দিয়েছে বিশ্বকাপে।

যুবা ও মেয়েদের সাফল্য

বছরের শেষ দিকে এসে মেয়েদের ক্রিকেটে এসেছে বড় সাফল্য। প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। বাছাইয়ে প্রথমবারের মতো পাকিস্তানের মেয়েদের হারান সালমা-রুমানা-নিগারেরা। এসব আনন্দ অনেকটাই ম্লান হয়ে যাচ্ছিল মেয়েদের দেশে ফেরার জটিলতায়। সাফল্য এসেছে অনূর্ধ্ব-১৯ দল থেকেও। ভারতকে তাদেরই মাটিতে সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছেন রাকিবুলেরা।

বিপিএল নাটক

দীর্ঘ এক দশক পেরিয়ে গেলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) একটি আদর্শ কাঠামোতে দাঁড় করাতে পারেনি বিসিবি। এবার প্লেয়ার্স ড্রাফটের আগের দিন মালিকানা বদলের বিরল ঘটনারও জন্ম দিয়েছে তারা।

ফাইল ছবিবিসিবি নির্বাচন ও নতুন কমিটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ও নাজমুল হাসান পাপনের বোর্ড প্রেসিডেন্ট থাকার ব্যাপারটা অনেকটা অনুমিতই ছিল। এবং সেটাই হয়েছে। অক্টোবরে চতুর্থবারের মতো দেশের ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ পদে বসেছেন নাজমুল। এরপর বিসিবির স্ট্যান্ডিং কমিটিতে এসেছে পরিবর্তন। এসেছে কিছু নতুন মুখ। তবে সবচেয়ে বেশি আলোচিত ছিল ক্রিকেট পরিচালনা বিভাগ। টানা ছয় ও মোট আট বছর দায়িত্ব পালনের পর এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন আকরাম খান। তাঁর শূন্যস্থান পূরণ করেন মিডিয়া কমিটির সাবেক চেয়ারম্যান ও অভিজ্ঞ সংগঠক জালাল ইউনুস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত