সম্পাদকীয়
তাঁর পোশাকে কোনো আভিজাত্যের ব্যাপার ছিল না। সব সময় পায়জামা-পাঞ্জাবি পরতেন। আর ঢাকার আঞ্চলিক উচ্চারণে কথা বলতেন। শোনা যায়, রান্না করতে এবং পছন্দের মানুষদের খাওয়াতেও ভীষণ ভালোবাসতেন।
ষাটের দশক থেকে যেসব ব্যক্তি জ্ঞানচর্চায় নেতৃত্ব দিয়ে গেছেন, তাঁদের প্রায় সবাই তাঁর গুণমুগ্ধ শিষ্য কিংবা ছাত্র ছিলেন। তাঁদের মধ্যে আছেন রেহমান সোবহান, কামাল হোসেন, আনিসুজ্জামান, বদরুদ্দীন উমর, রওনক জাহান, হামিদা হোসেন, সিরাজুল ইসলাম চৌধুরী, সরদার ফজলুল করিম, আহমদ ছফা, হুমায়ুন আজাদ, সলিমুল্লাহ খান প্রমুখ।
পণ্ডিত হয়েও তাঁর লেখালেখিতে তেমন আগ্রহ ছিল না। জীবদ্দশায় শুধু একটি স্মারক বক্তৃতা এবং তাঁর অসমাপ্ত পিএইচডি থিসিস ছাড়া কিছুই পাওয়া যায় না। বক্তৃতাটি তিনি ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুজাফফর আহমেদ চৌধুরীর স্মরণে দিয়েছিলেন।
তিনি জগৎবিখ্যাত মার্ক্সবাদী অধ্যাপক হ্যারল্ড লাস্কির অধীনে লন্ডন স্কুল অব ইকোনমিকসে পিএইচডি শুরু করেছিলেন। থিসিস লেখার শেষ পর্যায়ে হ্যারল্ড লাস্কি মারা গেলে তিনি থিসিস জমা না দিয়েই দেশে ফিরে আসেন। কারণ তাঁর ধারণা হয়েছিল, হ্যারল্ড লাঙ্কি ছাড়া এই থিসিসের মর্ম কেউ বুঝবে না। থিসিসের বিষয় ছিল ভারতের রাজনৈতিক দল।
বিশ্ববিদ্যালয়জীবনের শেষাবধি তিনি জ্যেষ্ঠ প্রভাষক পদে যুক্ত ছিলেন। কখনো পদোন্নতি পাওয়ার চেষ্টা করেননি। ১৯৭৫ সালে তাঁকে জাতীয় অধ্যাপক পদে ভূষিত করা হয়।
তাঁর সম্পর্কে জানার উপায় হতে পারে তাঁর গুণমুগ্ধদের স্মৃতিচারণামূলক লেখাপত্র; বিশেষ করে আহমদ ছফার ‘যদ্যপি আমার গুরু’ এবং সরদার ফজলুল করিমের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ: অধ্যাপক আবদুর রাজ্জাক-এর আলাপচারিতা’ বই দুটি গুরুত্বপূর্ণ।
১৯৯৯ সালের ২৮ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর পোশাকে কোনো আভিজাত্যের ব্যাপার ছিল না। সব সময় পায়জামা-পাঞ্জাবি পরতেন। আর ঢাকার আঞ্চলিক উচ্চারণে কথা বলতেন। শোনা যায়, রান্না করতে এবং পছন্দের মানুষদের খাওয়াতেও ভীষণ ভালোবাসতেন।
ষাটের দশক থেকে যেসব ব্যক্তি জ্ঞানচর্চায় নেতৃত্ব দিয়ে গেছেন, তাঁদের প্রায় সবাই তাঁর গুণমুগ্ধ শিষ্য কিংবা ছাত্র ছিলেন। তাঁদের মধ্যে আছেন রেহমান সোবহান, কামাল হোসেন, আনিসুজ্জামান, বদরুদ্দীন উমর, রওনক জাহান, হামিদা হোসেন, সিরাজুল ইসলাম চৌধুরী, সরদার ফজলুল করিম, আহমদ ছফা, হুমায়ুন আজাদ, সলিমুল্লাহ খান প্রমুখ।
পণ্ডিত হয়েও তাঁর লেখালেখিতে তেমন আগ্রহ ছিল না। জীবদ্দশায় শুধু একটি স্মারক বক্তৃতা এবং তাঁর অসমাপ্ত পিএইচডি থিসিস ছাড়া কিছুই পাওয়া যায় না। বক্তৃতাটি তিনি ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুজাফফর আহমেদ চৌধুরীর স্মরণে দিয়েছিলেন।
তিনি জগৎবিখ্যাত মার্ক্সবাদী অধ্যাপক হ্যারল্ড লাস্কির অধীনে লন্ডন স্কুল অব ইকোনমিকসে পিএইচডি শুরু করেছিলেন। থিসিস লেখার শেষ পর্যায়ে হ্যারল্ড লাস্কি মারা গেলে তিনি থিসিস জমা না দিয়েই দেশে ফিরে আসেন। কারণ তাঁর ধারণা হয়েছিল, হ্যারল্ড লাঙ্কি ছাড়া এই থিসিসের মর্ম কেউ বুঝবে না। থিসিসের বিষয় ছিল ভারতের রাজনৈতিক দল।
বিশ্ববিদ্যালয়জীবনের শেষাবধি তিনি জ্যেষ্ঠ প্রভাষক পদে যুক্ত ছিলেন। কখনো পদোন্নতি পাওয়ার চেষ্টা করেননি। ১৯৭৫ সালে তাঁকে জাতীয় অধ্যাপক পদে ভূষিত করা হয়।
তাঁর সম্পর্কে জানার উপায় হতে পারে তাঁর গুণমুগ্ধদের স্মৃতিচারণামূলক লেখাপত্র; বিশেষ করে আহমদ ছফার ‘যদ্যপি আমার গুরু’ এবং সরদার ফজলুল করিমের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ: অধ্যাপক আবদুর রাজ্জাক-এর আলাপচারিতা’ বই দুটি গুরুত্বপূর্ণ।
১৯৯৯ সালের ২৮ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫