Ajker Patrika

অভিযোগ করে হুমকিতে বীর মুক্তিযোদ্ধা

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৩: ৫৯
অভিযোগ করে হুমকিতে বীর মুক্তিযোদ্ধা

নাটোরের বাগাতিপাড়ায় নিম্নমানের উপকরণ দিয়ে বীর নিবাস নির্মাণ করার অভিযোগ করায় হুমকির মুখে পড়েছেন বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মণ্ডল। তাঁর অভিযোগ, ঠিকাদারের প্রতিনিধি স্থানীয় ইউপি সদস্য ফরিদ হোসেন তাঁকে এলাকাছাড়া করার হুমকি দিয়েছেন। তবে ইউপি সদস্য ফরিদ হোসেন এমন অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন।

উপজেলা প্রকল্প অফিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া উপজেলার ১১ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাকে সরকারি বরাদ্দে ঘর (বীর নিবাস) নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার টাকা।  ২ শতক জমিতে এই বীর নিবাস নির্মাণ করে দেওয়ার জন্য ইতিমধ্যে উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে দরপত্র গ্রহণ ও কার্যাদেশ দেওয়া হয়েছে। দরপত্রে অংশ নিয়ে সর্বনিম্ন দরদাতা হওয়ায় নাটোরের আশীক কমিউনিকেশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সংশ্লিষ্ট ওই সূত্র জানায়, নাটোরের আশীক কমিউনিকেশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেলেও কাজটি নিয়েছেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম গকুল। তিনি কাজটি ওই ঠিকাদারের কাছ থেকে কিনে নিয়েছেন বলে জানানো হয়। তিনি স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুলের ছোট ভাই।

এদিকে বীর নিবাস নির্মাণকাজ শুরুর পরপরই নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন উপজেলার মিশ্রিপাড়া গ্রামের অজিত কুমার মণ্ডল, কাকফো গ্রামের বেলাল শেখ, নন্দিকুজা গ্রামের রফিকুল ইসলাম ও ঘোলনাজ গ্রামের বীর মুক্তিযোদ্ধা লোকমান আলী প্রামাণিক। এসব লিখিত অভিযোগ পাওয়ার পর ইউএনও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আজাদ হোসেনকে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি হিসেবে এলাকা পরিদর্শন করে সত্যতা যাচাই করতে বলেন। সাবেক ডেপুটি কমান্ডার আজাদ হোসেন ঘটনাস্থলগুলো পরিদর্শন করে অনিয়মের সত্যতা পান।

এদিকে বীর নিবাস নির্মাণকাজে অনিয়মের সত্যতা জানতে পেরে ইউএনও প্রিয়াঙ্কা দেবী পাল ঠিকাদারি প্রতিষ্ঠানকে ওই অংশ ভেঙে ফেলে আবার কাজ করার নির্দেশ দেন। ওই নির্দেশের পর মিশ্রিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মণ্ডলকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মণ্ডল বলেন, ইউএনওর কাছে অভিযোগ করা হয়েছে। ওই অভিযোগ করার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম গকুলের প্রতিনিধি নবনির্বাচিত ইউপি সদস্য ফরিদ হোসেন ও তাঁর দল হুমকি দিয়ে বলেন, ‘যেটুকু গাঁথুনি করা হয়েছে, তা যদি ভাঙা হয় তাহলে আমি ও আমার পরিবারকে এলাকা ছেড়ে থাকতে হবে।’

ইউপি সদস্য ফরিদ হোসেন বলেন, ‘তিনি যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দুঃখ প্রকাশ করছি।’

বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম বলেন, কাজে কোনো ধরনের অনিয়ম হয়নি। রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁর সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এমন মিথ্যা অভিযোগ তুলেছে।

ইউএনও প্রিয়াঙ্কা দেবী পাল বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রকৌশলীদের সমন্বয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে। তাঁরা প্রকল্প এলাকা সরেজমিন দেখে প্রতিবেদন দাখিল করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মের অভিযোগ পাওয়ার পর সব কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত