নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, রংপুর। বাদ যায়নি চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ। রাজধানী লাগোয়া গাজীপুরেও হামলা হয়েছে পূজামণ্ডপে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন, তার মধ্যে দুজন হিন্দু সম্প্রদায়ের। কিন্তু ঘটনার শুরু যেখানে সেখানকার খবর কি?
অবশেষে পুলিশ নিশ্চিত হয়েছে কুমিল্লার নানুয়া দিঘির পাড়ে পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরিফ রেখেছিলেন ইকবাল হোসেন নামের এক যুবক। পুলিশ ১৩ অক্টোবর রাতের ওই এলাকার ১২টি সিসি ক্যামেরার ছবি দেখে পেয়েছে ইকবালের তথ্য। যে হনুমান মূর্তির কোলে কোরআন শরিফ মেলার অভিযোগ উঠেছে, তার গদা হাতে ঘোরার ছবি সিসি ক্যামেরায় দেখে শনাক্ত করা হয় ওই যুবককে।
ইকবালকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকত থেকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ গত রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইকবালকে কুমিল্লায় আনা হচ্ছে।
পবিত্র কোরআন শরিফ নেওয়া হয় পাশের মাজার থেকে ঘটনার পর থেকেই কে পবিত্র কোরআন শরিফ রেখেছে—তদন্তে সেই বিষয়ের ওপর জোর দেয় পুলিশ। কিন্তু ঘটনাস্থল, মানে নানুয়া দিঘির পাড়ের পূজামণ্ডপ এবং আশপাশের ভবনগুলোতে কোনো সিসি ক্যামেরা না থাকায় বেশ বেগ পেতে হয় পুলিশকে।
ওই এলাকার যে সব ভবন ও স্থাপনায় সিসি ক্যামেরা রয়েছে সেখান থেকে ১২টি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই শুরু করে তদন্ত দল। প্রথমে পাওয়া যায় রাত ৩টা ১২ মিনিটে একজনের গদা হাতে ঘুরে বেড়ানোর ছবি। কিছুটা হালে পানি মেলে। এরপর আরও ফুটেজ মেলানো শুরু হয়।
ফুটেজ বিশ্লেষণে পাওয়া যায়, ইকবাল রাত ২টা ১০ মিনিটে শাহ আবদুল্লাহ গাজীপুরি (রা.)-এর মাজারের মসজিদ থেকে কোরআন শরিফটি নিয়ে বের হন। তারপর মণ্ডপের দিকে যান। আরেকটি ফুটেজে দেখা যায়, মণ্ডপ থেকে ফিরে আসছেন তিনি। নানুয়ার দিঘিতে যাওয়ার রাস্তাতেই শাহ আবদুল্লাহ গাজীপুরি (রা.)-এর নামে একটি মাজার রয়েছে। স্থানীয়দের কাছে দারোগাবাড়ী মাজার নামেই পরিচিত। আলোচিত সেই মণ্ডপ থেকে হেঁটে যেতে সময় লাগে সর্বোচ্চ ৩-৪ মিনিট। দিনে-রাতে যে কেউ যেন ইবাদত করতে পারেন তাই সব সময়ই বারান্দা খোলা থাকে মাজারের। তিলাওয়াতের জন্য কোরআন শরিফও রাখা থাকে।
কুমিল্লা পুলিশের শীর্ষ পর্যায়ে কথা বলে জানা যায়, অভিযুক্ত ইকবালের সহযোগী হিসেবে অন্তত তিনজনকে গ্রেপ্তার করেছেন তাঁরা। তাঁকে গ্রেপ্তার করলেই ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা যাবে। নানুয়া দিঘির পাড়ের পূজা আয়োজক দর্পণ সংঘ ও পুলিশ জানায়, ওই রাতে আড়াইটা পর্যন্ত দর্শনার্থী ও পূজারিদের ভিড় ছিল মণ্ডপে। তারপর ফাঁকা হয়ে গেলে মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা শাহীনও ঘুমিয়ে পড়ে। জিজ্ঞাসাবাদে আইনশৃঙ্খলা বাহিনীকে শাহীন জানায়, ঘুমের কারণে সে কারও আসা যাওয়ার ব্যাপারে বলতে পারছে না।
পুলিশের ধারণা, পরের দিন সকালে জাতীয় হেল্প লাইন ৯৯৯ এ ফোন দেওয়া বিষয়টি কোরআন শরিফ রাখা চক্রের পরিকল্পনার অংশ। ইকরাম হোসেনকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিরা পুলিশ হেফাজতে আছেন বলে জানা গেছে। ইকরামের বাড়ি নগরীর কাশারিপট্টি এলাকায়। বাবার নাম বিল্লাল হোসেন।
কে এই ইকবাল
প্রধান অভিযুক্ত ৩০ বছর বয়সের ইকবালের বাসা কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের মুরাদপুরের লস্কর পুকুর এলাকায়। বাবার নাম নূর আহম্মদ আলম। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এক যুগেরও বেশি সময় ধরে নেশায় অভ্যস্ত ইকবাল। দশ বছর আগে বিয়ে করেন বরুড়া উপজেলায়, সেখানে এক ছেলে রয়েছে। পাঁচ বছর আগে ছাড়াছাড়ি হয় প্রথম বউর সঙ্গে। তারপর চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার এলাকায় দ্বিতীয় বিয়ে করেন। এ সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মাস ছয়েক আগে বউকে মারধর করেন ইকবাল। এরপর শ্বশুরবাড়ির লোকজন ব্যাপক মারধর করে ইকবালকে। পরে বাবার বাড়ি থেকেও তাঁকে বের করে দেওয়া হয়। তিনি নানির সঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু নেশার ঘোরে নানিকেও দু-তিনবার খুন করার চেষ্টা করেন ইকবাল। তাড়ানো হয় সেখান থেকেও। এরপর তিনি বিভিন্ন মাজার, মসজিদে রাত কাটানো শুরু করেন।
ইকবালের মা আমেনা বেগম বলেন, নেশা করে পরিবারের বাকি সদস্যদের ওপর অত্যাচার করত সে। এ কারণে বাসা থেকে বের করে দেওয়া হয় ইকবালকে। ছোট ভাই রায়হান জানান, নেশা করার কারণে কোনো কাজই করতেন না ইকবাল। কেউ কিছু খেতে দিলে তাঁর কথামতো কাজকর্ম করে দিত।
ইকবালকে ধরার সর্বোচ্চ চেষ্টা চলছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কুমিল্লায় পূজামণ্ডপে যে ব্যক্তি পবিত্র কোরআন শরিফ রেখেছিলেন বলে সিটি টিভির ফুটেজ দেখে নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, তাঁকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে তিনি বলেন, ‘সে (ইকবাল) কোনো মোবাইল ব্যবহার করছে না। যারা তাকে পাঠিয়েছিল তারাও হয়তোবা এখনো লুকিয়ে রাখতে পারে। তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা নিয়েছি।’
এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাসিরনগরের ঘটনায় যাদের সাক্ষী করা হয়েছিল তাঁরা এখন সাক্ষী দিতে অনীহা প্রকাশ করছেন। সে জন্য বিচার দেরি হতে পারে। এখন দেশের কোথাও আতঙ্ক নেই। এগুলো বিচ্ছিন্ন ঘটনা। উদ্দেশ্যমূলকভাবে ঘটিয়েছে, আকস্মিকভাবে হয়েছে। এখন পরিবেশ সম্পূর্ণ শান্ত আছে।
পূজামণ্ডপে সহিংসতায় মৃত্যু সাত, গ্রেপ্তার ৪৫১
পূজামণ্ডপে সহিংসতাকে কেন্দ্র করে দেশে বিভিন্ন জায়গায় হিন্দু ও মুসলিমদের সংঘর্ষে সাতজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে দুজন হিন্দু ও পাঁচজন মুসলমান সম্প্রদায়ের। সারা দেশে সহিংসতার ঘটনায় গত বুধবার পর্যন্ত ৭২টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ৪৫১ জনকে। গত বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্ব পালনকালে ৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ শাহ জালাল যেকোনো বিভ্রান্তিকর তথ্য অথবা গুজব কিংবা উসকানিতে বিভ্রান্ত বা উত্তেজিত না হয়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা অনুরোধ জানান।
রিমান্ডে শিক্ষক রুমা, সিআইডির হাতে বিপ্লবী গ্রেপ্তার
ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন। রাজধানী পল্লবীর ‘সাহিনুদ্দীন’ হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালীর ‘যতন সাহা’ হত্যাকাণ্ড বলে অপপ্রচারের অভিযোগে রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বুধবার র্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়।
এদিকে, কুমিল্লা শহরের নানুয়া দীঘির পাড়ে পূজামণ্ডপে কোরআন শরিফ অবমাননা নিয়ে মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ইসলামি বক্তা মাওলানা আব্দুর রহিম বিপ্লবীকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া পূর্বপাড়া জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, রংপুর। বাদ যায়নি চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ। রাজধানী লাগোয়া গাজীপুরেও হামলা হয়েছে পূজামণ্ডপে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন, তার মধ্যে দুজন হিন্দু সম্প্রদায়ের। কিন্তু ঘটনার শুরু যেখানে সেখানকার খবর কি?
অবশেষে পুলিশ নিশ্চিত হয়েছে কুমিল্লার নানুয়া দিঘির পাড়ে পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরিফ রেখেছিলেন ইকবাল হোসেন নামের এক যুবক। পুলিশ ১৩ অক্টোবর রাতের ওই এলাকার ১২টি সিসি ক্যামেরার ছবি দেখে পেয়েছে ইকবালের তথ্য। যে হনুমান মূর্তির কোলে কোরআন শরিফ মেলার অভিযোগ উঠেছে, তার গদা হাতে ঘোরার ছবি সিসি ক্যামেরায় দেখে শনাক্ত করা হয় ওই যুবককে।
ইকবালকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকত থেকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ গত রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইকবালকে কুমিল্লায় আনা হচ্ছে।
পবিত্র কোরআন শরিফ নেওয়া হয় পাশের মাজার থেকে ঘটনার পর থেকেই কে পবিত্র কোরআন শরিফ রেখেছে—তদন্তে সেই বিষয়ের ওপর জোর দেয় পুলিশ। কিন্তু ঘটনাস্থল, মানে নানুয়া দিঘির পাড়ের পূজামণ্ডপ এবং আশপাশের ভবনগুলোতে কোনো সিসি ক্যামেরা না থাকায় বেশ বেগ পেতে হয় পুলিশকে।
ওই এলাকার যে সব ভবন ও স্থাপনায় সিসি ক্যামেরা রয়েছে সেখান থেকে ১২টি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই শুরু করে তদন্ত দল। প্রথমে পাওয়া যায় রাত ৩টা ১২ মিনিটে একজনের গদা হাতে ঘুরে বেড়ানোর ছবি। কিছুটা হালে পানি মেলে। এরপর আরও ফুটেজ মেলানো শুরু হয়।
ফুটেজ বিশ্লেষণে পাওয়া যায়, ইকবাল রাত ২টা ১০ মিনিটে শাহ আবদুল্লাহ গাজীপুরি (রা.)-এর মাজারের মসজিদ থেকে কোরআন শরিফটি নিয়ে বের হন। তারপর মণ্ডপের দিকে যান। আরেকটি ফুটেজে দেখা যায়, মণ্ডপ থেকে ফিরে আসছেন তিনি। নানুয়ার দিঘিতে যাওয়ার রাস্তাতেই শাহ আবদুল্লাহ গাজীপুরি (রা.)-এর নামে একটি মাজার রয়েছে। স্থানীয়দের কাছে দারোগাবাড়ী মাজার নামেই পরিচিত। আলোচিত সেই মণ্ডপ থেকে হেঁটে যেতে সময় লাগে সর্বোচ্চ ৩-৪ মিনিট। দিনে-রাতে যে কেউ যেন ইবাদত করতে পারেন তাই সব সময়ই বারান্দা খোলা থাকে মাজারের। তিলাওয়াতের জন্য কোরআন শরিফও রাখা থাকে।
কুমিল্লা পুলিশের শীর্ষ পর্যায়ে কথা বলে জানা যায়, অভিযুক্ত ইকবালের সহযোগী হিসেবে অন্তত তিনজনকে গ্রেপ্তার করেছেন তাঁরা। তাঁকে গ্রেপ্তার করলেই ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা যাবে। নানুয়া দিঘির পাড়ের পূজা আয়োজক দর্পণ সংঘ ও পুলিশ জানায়, ওই রাতে আড়াইটা পর্যন্ত দর্শনার্থী ও পূজারিদের ভিড় ছিল মণ্ডপে। তারপর ফাঁকা হয়ে গেলে মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা শাহীনও ঘুমিয়ে পড়ে। জিজ্ঞাসাবাদে আইনশৃঙ্খলা বাহিনীকে শাহীন জানায়, ঘুমের কারণে সে কারও আসা যাওয়ার ব্যাপারে বলতে পারছে না।
পুলিশের ধারণা, পরের দিন সকালে জাতীয় হেল্প লাইন ৯৯৯ এ ফোন দেওয়া বিষয়টি কোরআন শরিফ রাখা চক্রের পরিকল্পনার অংশ। ইকরাম হোসেনকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিরা পুলিশ হেফাজতে আছেন বলে জানা গেছে। ইকরামের বাড়ি নগরীর কাশারিপট্টি এলাকায়। বাবার নাম বিল্লাল হোসেন।
কে এই ইকবাল
প্রধান অভিযুক্ত ৩০ বছর বয়সের ইকবালের বাসা কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের মুরাদপুরের লস্কর পুকুর এলাকায়। বাবার নাম নূর আহম্মদ আলম। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এক যুগেরও বেশি সময় ধরে নেশায় অভ্যস্ত ইকবাল। দশ বছর আগে বিয়ে করেন বরুড়া উপজেলায়, সেখানে এক ছেলে রয়েছে। পাঁচ বছর আগে ছাড়াছাড়ি হয় প্রথম বউর সঙ্গে। তারপর চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার এলাকায় দ্বিতীয় বিয়ে করেন। এ সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মাস ছয়েক আগে বউকে মারধর করেন ইকবাল। এরপর শ্বশুরবাড়ির লোকজন ব্যাপক মারধর করে ইকবালকে। পরে বাবার বাড়ি থেকেও তাঁকে বের করে দেওয়া হয়। তিনি নানির সঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু নেশার ঘোরে নানিকেও দু-তিনবার খুন করার চেষ্টা করেন ইকবাল। তাড়ানো হয় সেখান থেকেও। এরপর তিনি বিভিন্ন মাজার, মসজিদে রাত কাটানো শুরু করেন।
ইকবালের মা আমেনা বেগম বলেন, নেশা করে পরিবারের বাকি সদস্যদের ওপর অত্যাচার করত সে। এ কারণে বাসা থেকে বের করে দেওয়া হয় ইকবালকে। ছোট ভাই রায়হান জানান, নেশা করার কারণে কোনো কাজই করতেন না ইকবাল। কেউ কিছু খেতে দিলে তাঁর কথামতো কাজকর্ম করে দিত।
ইকবালকে ধরার সর্বোচ্চ চেষ্টা চলছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কুমিল্লায় পূজামণ্ডপে যে ব্যক্তি পবিত্র কোরআন শরিফ রেখেছিলেন বলে সিটি টিভির ফুটেজ দেখে নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, তাঁকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে তিনি বলেন, ‘সে (ইকবাল) কোনো মোবাইল ব্যবহার করছে না। যারা তাকে পাঠিয়েছিল তারাও হয়তোবা এখনো লুকিয়ে রাখতে পারে। তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা নিয়েছি।’
এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাসিরনগরের ঘটনায় যাদের সাক্ষী করা হয়েছিল তাঁরা এখন সাক্ষী দিতে অনীহা প্রকাশ করছেন। সে জন্য বিচার দেরি হতে পারে। এখন দেশের কোথাও আতঙ্ক নেই। এগুলো বিচ্ছিন্ন ঘটনা। উদ্দেশ্যমূলকভাবে ঘটিয়েছে, আকস্মিকভাবে হয়েছে। এখন পরিবেশ সম্পূর্ণ শান্ত আছে।
পূজামণ্ডপে সহিংসতায় মৃত্যু সাত, গ্রেপ্তার ৪৫১
পূজামণ্ডপে সহিংসতাকে কেন্দ্র করে দেশে বিভিন্ন জায়গায় হিন্দু ও মুসলিমদের সংঘর্ষে সাতজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে দুজন হিন্দু ও পাঁচজন মুসলমান সম্প্রদায়ের। সারা দেশে সহিংসতার ঘটনায় গত বুধবার পর্যন্ত ৭২টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ৪৫১ জনকে। গত বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্ব পালনকালে ৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ শাহ জালাল যেকোনো বিভ্রান্তিকর তথ্য অথবা গুজব কিংবা উসকানিতে বিভ্রান্ত বা উত্তেজিত না হয়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা অনুরোধ জানান।
রিমান্ডে শিক্ষক রুমা, সিআইডির হাতে বিপ্লবী গ্রেপ্তার
ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন। রাজধানী পল্লবীর ‘সাহিনুদ্দীন’ হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালীর ‘যতন সাহা’ হত্যাকাণ্ড বলে অপপ্রচারের অভিযোগে রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বুধবার র্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়।
এদিকে, কুমিল্লা শহরের নানুয়া দীঘির পাড়ে পূজামণ্ডপে কোরআন শরিফ অবমাননা নিয়ে মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ইসলামি বক্তা মাওলানা আব্দুর রহিম বিপ্লবীকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া পূর্বপাড়া জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫