Ajker Patrika

ফোনের অ্যাপসে তদারক হবে সড়কের উন্নয়নকাজ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৪: ২৯
ফোনের অ্যাপসে তদারক হবে সড়কের উন্নয়নকাজ

সড়কের উন্নয়নকাজের বর্তমান পরিস্থিত, অগ্রগতি, সমাপ্ত—সবকিছুই যেকোনো সময় সহজে মোবাইল ফোনের একটি বিশেষ অ্যাপসে তদারক করা যাবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ইনোভেশন টিম-১-এর ‘প্রকল্প পরিবীক্ষণ নির্দেশিকা অ্যাপস’ বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এই তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার নগরীর শাকতলা সড়ক ভবনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (আরবান ট্রান্সপোর্ট) নীলিমা আখতার।

অতিরিক্ত সচিব নীলিমা আখতার জানান, বিভিন্ন সরকারি দপ্তর তাৎক্ষণিক কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চায়। তখন কর্মকর্তাদের কাগজপত্র তৈরি করে দিতে সময় লাগে। তা ছাড়া সবসময় সরেজমিন পরিদর্শনও সময়সাপেক্ষ। এ জন্য সড়ক বিভাগের সব ধরনের কাজ পর্যায়ক্রমে নেটওয়ার্কের আওতায় আনা হবে।

মাঠপর্যায়ের কর্মকর্তারা প্রতিদিনের কাজ এ অ্যাপসে আপলোড করবেন। কাজের অগ্রগতি বিবেচনা করে প্রকল্প চিহ্নিত করা থাকবে। যে প্রকল্পের ৪০ শতাংশের নিচে অগ্রগতি হয়েছে, তা লাল চিহ্নিত বৃত্তে, হলুদ বৃত্তে ৪০ থেকে ৬০ শতাংশ অগ্রগতি এবং সবুজ চিহ্নিত বৃত্তে ৬০ শতাংশের ওপরে যে প্রকল্পের কাজ হয়েছে তা নির্দেশিত থাকবে।

প্রকল্পের অগ্রগতি অনুসারে স্বয়ংক্রিয় ম্যাপে লাল-হলুদ ও সবুজ রঙে চিহ্নিত হবে। পাশাপাশি কাজের অগ্রগতি না হওয়ার কারণও উল্লেখ থাকবে। এটি কেন্দ্রীয় ডাটাবেজের সঙ্গে সংযুক্ত থাকবে। প্রাথমিকভাবে কুমিল্লা জোনের নোয়াখালী সড়ক বিভাগে এ প্রযুক্তির কাজ চলছে। পর্যায়ক্রমে সারা দেশে এ অ্যাপসে কাজ চলবে।

সড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার বলেন, ‘প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের কথা বলেছেন। সর্বক্ষেত্রেই ডিজিটাল হলে সময় ও টাকা বাঁচে। সেই দৃষ্টিকোণ থেকেই এই অ্যাপসটি করা। এর মাধ্যমে আমরা প্রকল্প পরিবীক্ষণ করব।’ এই অ্যাপসের ফলে কম সময়ে সারা দেশের সড়ক বিভাগের উন্নয়ন অগ্রগতিটা মনিটরিং করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন সড়ক বিভাগের যুগ্ম সচিব মো. আনিসুর রহমান, উপসচিব মো. আবু নাছের, সিনিয়র সহকারী সচিব ফাহমিদা হক খান, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শ্যামল রায়, উপসচিব মো. মাখজানুল ইসলাম তৌহিদ, উপসচিব কাজী সাইদা মমতাজ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শওকত আলী প্রমুখ।

কর্মশালায় কুমিল্লা সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলার নির্বাহী প্রকৌশলীরা কর্মশালায় অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত