Ajker Patrika

শিরিন হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

ফেনী প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৬: ১৭
শিরিন হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

ফেনীর ফাজিলপুরে অন্তঃসত্ত্বা অবস্থায় বৈদ্যুতিক শক দিয়ে গৃহবধূ শিরিন হত্যা মামলায় স্বামী মো. ইয়াছিনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এ ছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছা এই রায় দেন। এ সময় আদালত বলেন, আসামি চাইলে আগামী সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাফেজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

পারিবারিক কলহের জের ধরে ২০১৯ সালের ৫ মার্চ রাতে অন্তঃসত্ত্বা অবস্থায় শিরিনকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়। ঘটনার দুদিন পর ৭ মার্চ খুনের অভিযোগ এনে শিরিনের মা রেজিয়া বেগম বাদী হয়ে ইয়াছিনকে আসামি করে মামলা করেন।

মামলার বাদী রেজিয়া বেগম বলেন, আর কেউ যেন এমন ন্যক্কারজনক ঘটনা ঘটানোর সাহস না পায়, সে জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে বলেন। তবে রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আবদুর সাত্তার বলেন, রায়ে ন্যায়বিচার পাওয়া যায়নি। রায় একতরফা হয়েছে। তিনি উচ্চ আদালতে যাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত