Ajker Patrika

সিরিঞ্জের অভাব, বন্ধ টিকাদান কার্যক্রম

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫: ১০
সিরিঞ্জের অভাব, বন্ধ টিকাদান কার্যক্রম

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় কোভিড-১৯–এর টিকার কার্যক্রম সিরিঞ্জের অভাবে সাময়িক বন্ধ আছে।

স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি কোভিডের প্রথম ডোজ নেন ২৮ হাজার ৮৮৫ জন নারী ও ২৬,৬৮১ জন পুরুষ। মোট ৫৫ হাজার ৫৬৬ জন টিকা গ্রহণ করেন সেসময়। দ্বিতীয় ডোজের নারী সংখ্যা ১৯ হাজার ১১২ ও পুরুষের সংখ্যা ১৫ হাজার ৮৮৭ মোট ৩৪ হাজার ৯৯৯ জনকে টিকা গ্রহণ করেছেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি (ইপিআই) এসএম হারুন অর রশিদ বলেন, উপজেলায় চারটি ইউনিয়নে কোভিড-১৯ ভ্যাকসিনের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চিকিৎসাসেবা প্রদানের জন্য একটি জরুরি টিম গঠন করা হয়েছে এবং এই টিমের মাধ্যমে জামতৈল, রায়দৌলতপুর, ভদ্রঘাট ও ঝাঐলের ১৬টি কমিউনিটি ক্লিনিকে (সিসি) টিকা দেওয়া হবে।

কামারখন্দ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম নিশ্চিত করে বলেন, ‘সিরিঞ্জের অভাবে টিকার কার্যক্রম বন্ধ আছে। তবে সিরিঞ্জ আসলে আমরা আবার দ্রুত সময়ের মধ্যে টিকা দেওয়ার কার্যক্রম শুরু করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত