কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহা হত্যা মামলার প্রধান আসামি শাহালম পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এই খবর এলাকায় ছড়িয়ে পরার পর শাহালমের অত্যাচার ও নির্যাতনের বর্ণনা দিতে শুরু করেছেন এলাকাবাসী। ওই এলাকায় গণমাধ্যম কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে গেলেই অতীতের অভিযোগের বিষয় তুলে বক্তব্য দিচ্ছেন তাঁরা।
গতকাল বৃহস্পতিবার নগরীর বউবাজার এলাকায় গেলে স্থানীয় বাসিন্দারা এই প্রতিবেদককে জানান, শাহালমের বিভিন্ন অত্যাচার ও নির্যাতন নীরবে সহ্য করতে বাধ্য হয়েছেন তাঁরা। কিন্তু কেন? এমন প্রশ্নে তাঁরা জানান, শাহালমের অত্যাচারের বিষয়ে কাউন্সিলর সোহেলের কাছে বিচার চাইতেন তাঁরা। কাউন্সিলর প্রতিবাদ করায় তাঁকে খুন হতে হয়েছে। কাউন্সিলরের মতো লোক মারা গেলে তাঁরা কীভাবে প্রতিবাদ করবেন, এমন মন্তব্য করেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বউবাজার এলাকার বাসিন্দা শাহানা বেগম বলেন, ‘আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ছিলাম। আমাদের মেয়েদের নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো। কখন সুমন-শাহালমের চোখ পড়ে, এই চিন্তা ঘুম হতো না।’
বকুল আরা বেগম বলেন, ‘আমার এক সন্তান বাইরে থাকে। আরেক সন্তান দেশে কাজ করে। শাহালমের ভয়ে আমরা আতঙ্কে থাকতাম। ওই পক্ষ আমার বাড়ি ভাঙচুর করেছে, ঘর লুটপাট করেছে।’
বউবাজারের সবজি ব্যবসায়ী ফজর নেছা বলেন, ‘অত্যাচারে আমরা ব্যবসা ঠিকমতো করতে পারতাম না। তিনি আগেও কয়েকটি হত্যার সঙ্গে জড়িত ছিলেন। সেসব হত্যা থেকে পার পেয়ে আবার এ কাণ্ড ঘটিয়েছেন।’
আরেক ব্যবসায়ী রাজিব জানান, ‘গত কয়েক মাস আগে শাহালমের চাচা সুমন আমাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল। চাঁদা না দেওয়ায় এমনটা করেছে।’
পাথুরিয়াপাড়ার জেবুন্নেছা বেগম বলেন, ‘শাহালম ও সুমন অনেক মা-বোনদের অত্যাচার করেছে। আমার মেয়েকে স্কুলে পাঠাতে নিষেধ করেছে। তাঁর ভয়ে আমার মেয়েকে নানার বাড়িতে পাঠিয়ে দিয়েছি।’
স্থানীয় ব্যবসায়ী রোকেয়া বেগম বলেন, ‘ব্যবসা করতে গিয়ে আমরা অনেক অত্যাচার সহ্য করেছি। বিভিন্ন অজুহাতে তাঁর লোকদের চাঁদা দিতে হতো।’
পাথুরিয়াপাড়ার মিলন মিয়া বলেন, ‘বাড়ি করতে শাহালমকে টাকা দিতে হয়েছে। তাঁর বাহিনী এ অঞ্চলে মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজিসহ সব অপকর্ম করত।’
শেফলি বেগম নামের এক নারী বলেন, ‘সমিতির কিস্তির টাকা দিতে না পাড়ায় ওই সমিতির লোক শাহালমকে ব্যবহার করেছে। শাহালম আমার ঘরের জিনিসপত্র নিয়ে গেছিল।’
শাহালম নিহত হওয়ার খবরে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই সুজানগর, বউবাজার, নবগ্রাম, পাথুরিয়াপাড়ার শত শত নারী-পুরুষ সড়কে এসে ঘৃণা ও প্রতিবাদ জানান।
কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহা হত্যা মামলার প্রধান আসামি শাহালম পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এই খবর এলাকায় ছড়িয়ে পরার পর শাহালমের অত্যাচার ও নির্যাতনের বর্ণনা দিতে শুরু করেছেন এলাকাবাসী। ওই এলাকায় গণমাধ্যম কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে গেলেই অতীতের অভিযোগের বিষয় তুলে বক্তব্য দিচ্ছেন তাঁরা।
গতকাল বৃহস্পতিবার নগরীর বউবাজার এলাকায় গেলে স্থানীয় বাসিন্দারা এই প্রতিবেদককে জানান, শাহালমের বিভিন্ন অত্যাচার ও নির্যাতন নীরবে সহ্য করতে বাধ্য হয়েছেন তাঁরা। কিন্তু কেন? এমন প্রশ্নে তাঁরা জানান, শাহালমের অত্যাচারের বিষয়ে কাউন্সিলর সোহেলের কাছে বিচার চাইতেন তাঁরা। কাউন্সিলর প্রতিবাদ করায় তাঁকে খুন হতে হয়েছে। কাউন্সিলরের মতো লোক মারা গেলে তাঁরা কীভাবে প্রতিবাদ করবেন, এমন মন্তব্য করেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বউবাজার এলাকার বাসিন্দা শাহানা বেগম বলেন, ‘আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ছিলাম। আমাদের মেয়েদের নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো। কখন সুমন-শাহালমের চোখ পড়ে, এই চিন্তা ঘুম হতো না।’
বকুল আরা বেগম বলেন, ‘আমার এক সন্তান বাইরে থাকে। আরেক সন্তান দেশে কাজ করে। শাহালমের ভয়ে আমরা আতঙ্কে থাকতাম। ওই পক্ষ আমার বাড়ি ভাঙচুর করেছে, ঘর লুটপাট করেছে।’
বউবাজারের সবজি ব্যবসায়ী ফজর নেছা বলেন, ‘অত্যাচারে আমরা ব্যবসা ঠিকমতো করতে পারতাম না। তিনি আগেও কয়েকটি হত্যার সঙ্গে জড়িত ছিলেন। সেসব হত্যা থেকে পার পেয়ে আবার এ কাণ্ড ঘটিয়েছেন।’
আরেক ব্যবসায়ী রাজিব জানান, ‘গত কয়েক মাস আগে শাহালমের চাচা সুমন আমাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল। চাঁদা না দেওয়ায় এমনটা করেছে।’
পাথুরিয়াপাড়ার জেবুন্নেছা বেগম বলেন, ‘শাহালম ও সুমন অনেক মা-বোনদের অত্যাচার করেছে। আমার মেয়েকে স্কুলে পাঠাতে নিষেধ করেছে। তাঁর ভয়ে আমার মেয়েকে নানার বাড়িতে পাঠিয়ে দিয়েছি।’
স্থানীয় ব্যবসায়ী রোকেয়া বেগম বলেন, ‘ব্যবসা করতে গিয়ে আমরা অনেক অত্যাচার সহ্য করেছি। বিভিন্ন অজুহাতে তাঁর লোকদের চাঁদা দিতে হতো।’
পাথুরিয়াপাড়ার মিলন মিয়া বলেন, ‘বাড়ি করতে শাহালমকে টাকা দিতে হয়েছে। তাঁর বাহিনী এ অঞ্চলে মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজিসহ সব অপকর্ম করত।’
শেফলি বেগম নামের এক নারী বলেন, ‘সমিতির কিস্তির টাকা দিতে না পাড়ায় ওই সমিতির লোক শাহালমকে ব্যবহার করেছে। শাহালম আমার ঘরের জিনিসপত্র নিয়ে গেছিল।’
শাহালম নিহত হওয়ার খবরে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই সুজানগর, বউবাজার, নবগ্রাম, পাথুরিয়াপাড়ার শত শত নারী-পুরুষ সড়কে এসে ঘৃণা ও প্রতিবাদ জানান।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫