Ajker Patrika

পিরোজপুর জেলা উদ্যোক্তা সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১১: ৫৭
পিরোজপুর জেলা উদ্যোক্তা সম্মেলন

‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। গত শনিবার বিকেলে পিরোজপুরের কাপুরিয়া পট্টি এলাকায় এনসিবিআইটি ইনস্টিটিউট অফিসে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কোর ভলান্টিয়ার, মডারেটর ও বিভাগীয় সমন্বয়ক রুহুল আমীন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) পিরোজপুর জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মিল্টন চন্দ্র বৈরাগী, বিসিক পিরোজপুর জেলা কার্যালয়ের প্রমোশন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

ফাউন্ডেশনের কোর ভলান্টিয়ার ও মডারেটর রুহুল আমীন বলেন, ‘এই গ্রুপের মাধ্যমে শূন্য থেকে কীভাবে একজন উদ্যোক্তা হতে হয় সে বিষয়ে ৯০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়’

পিরোজপুর জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মিল্টন চন্দ্র বৈরাগী বলেন, ‘ফাউন্ডেশনের উদ্যোক্তার জন্য আমাদের বিসিক কার্যালয় থেকে প্রশিক্ষণসহ সব ধরনের সহায়তা করা হবে। ফাউন্ডেশনের পিরোজপুর জেলা অফিস হিসেবে বিসিক কার্যালয়কে ব্যবহার করতে পারবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত