Ajker Patrika

প্রচারণার প্রথম দিনেই তোপে স্বতন্ত্র প্রার্থীরা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৮: ৫০
প্রচারণার প্রথম দিনেই তোপে স্বতন্ত্র প্রার্থীরা

নওগাঁর রাণীনগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে প্রচার শুরুর প্রথম দিনেই স্বতন্ত্র প্রার্থীর মাইক ভাঙচুর, মারপিট ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীদের বিরুদ্ধে।

উপজেলার কাশিমপুর এবং গোনা ইউনিয়নে অভিযোগ দুটি পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

কাশিমপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু বলেন, বুধবার আনারস প্রতীক বরাদ্দ পেয়ে সন্ধ্যার দিকে তাঁর সমর্থক-কর্মীরা প্রচার কার্যক্রম চালাচ্ছিলেন। এ সময় কুজাইল বাজারে পৌঁছালে নৌকা প্রার্থীর লোকজন মোটরসাইকেল নিয়ে এসে প্রচারের মাইক ভাঙচুর করেন।

মকলেছুর আরও জানান, চকমুনু গ্রামে দুটি মোটরসাইকেলের করে আসা হেলমেট পরা অজ্ঞাত লোকজন তাঁর পোস্টার ছিনিয়ে নিয়েছেন। সেই সঙ্গে রাতে কুবরাতলী বাজার হতে ত্রিমোহনী পর্যন্ত লাগানো সব পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।

তবে নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী মকলেছুর রহমান বাবুর প্রচার মাইক নির্দ্বিধায় চলছে। তিনি চেয়ারম্যান পদে আছেন এবং পাশাপাশি বিদেশে লোক পাঠানোর নামে অনেক লোকজনের সঙ্গে টাকা-পয়সা নিয়ে ঝামেলা আছে। এর জের ধরে অন্য কেউ ভাঙচুর করতে পারেন।’

এদিকে গোনা ইউপি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল আরিফ রাঙ্গা দাবি করেছেন, বুধবার তাঁর ঘোড়া প্রতীকের প্রচার মাইক ভাঙচুর ও গাড়ির চালককে মারপিট করা হয়েছে।

এ বিষয়ে নৌকার প্রার্থী আব্দুল খালেক বলেন, ‘আমার কোনো লোকজন মারধর বা ভাঙচুর করেননি। যে লোকটাকে আহত দেখাচ্ছেন তিনি গত চার থেকে পাঁচ দিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী রাঙ্গার লোকজন নিজেরাই মাইক ভাঙচুর করে আমার ঘাড়ে দায় চাপাচ্ছেন।’

যোগাযোগ করা হলে ইউএনও সুশান্ত কুমার মাহাতো বলেন, ‘প্রার্থীদের ডেকে সতর্ক করে দেওয়া হয়েছে। কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত