সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইরে মুক্তিযোদ্ধার বাবাকে হত্যার অভিযোগে বরকত উল্লাহ (৭৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধাপরাধে মামলা হয়েছে। গত বুধবার মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের আদালতে হত্যার শিকার সালাম মুন্সির ছেলে মোশাররফ হোসেন খোকন মামলাটি করেন।
অভিযুক্ত বরকত উল্লাহ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কাংশা গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে সিঙ্গাইর উপজেলার কাংশা গ্রামের আব্দুস সালাম মুন্সির বড় ছেলে মোস্তাহের বিল্লাহ মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযোদ্ধা মোস্তাহের বিল্লাকে হত্যার উদ্দেশ্যে তাঁর বাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন বরকত উল্লাহ, গোলাম গাজম, আব্দুল মান্নান ও বাদশা ফকির। কিন্তু কোথাও না পেয়ে এলাকায় মাইকিং করে এবং মোস্তাহের বিল্লাহকে ধরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন। পরে ১৯৭১ সালের ২৯ সেপ্টেম্বর মোস্তাহের বিল্লাহকে না পেয়ে তাঁর বাবা আব্দুস ছালাম মুন্সিকে পাকিস্তানি বাহিনীর সহায়তায় ধরে নিয়ে সাভারের কর্ণপাড়া খালের পাশে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যা করে। পরে আব্দুস ছালাম মুন্সির লাশ নদীতে ফেলে দেওয়া হয়।
মোশাররফ হোসেন খোকন বলেন, ‘রাজাকার বরকত উল্লাহর ছেলে মোতালেব স্থানীয় প্রভাবশালী হওয়ায় তার ভয়ে কোথাও বিচার চাইনি। অবশেষে স্থানীয় মুক্তিযোদ্ধাদের পরামর্শে গত বুধবার মানিকগঞ্জ কোর্টে মামলা দায়ের করি। আমি আমার বাবার হত্যার সঠিক বিচার চাই।’
অভিযুক্তের ছেলে মো. জাহিদ বলেন, ‘পারিবারিক শত্রুতার জেরে মোশাররফ হোসেন খোকন মামলাটি করেন। সারা উপজেলার একজন লোকও বলতে পারবে না আমার বাবা রাজাকার ছিলেন। আমার অসুস্থ বাবাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।’
আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মো. সাখাওয়াৎ হোসাইন খান বলেন, ‘বাদীর বাবার হত্যার সঙ্গে চারজন জড়িত ছিলেন। কিন্তু তিনজন মারা যাওয়ায় শুধু বরকত উল্লাহর বিরুদ্ধে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযোগ করেন। অভিযোগপত্রটি নথিভুক্ত করে সিঙ্গাইর থানা-পুলিশকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
মানিকগঞ্জের সিঙ্গাইরে মুক্তিযোদ্ধার বাবাকে হত্যার অভিযোগে বরকত উল্লাহ (৭৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধাপরাধে মামলা হয়েছে। গত বুধবার মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের আদালতে হত্যার শিকার সালাম মুন্সির ছেলে মোশাররফ হোসেন খোকন মামলাটি করেন।
অভিযুক্ত বরকত উল্লাহ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কাংশা গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে সিঙ্গাইর উপজেলার কাংশা গ্রামের আব্দুস সালাম মুন্সির বড় ছেলে মোস্তাহের বিল্লাহ মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযোদ্ধা মোস্তাহের বিল্লাকে হত্যার উদ্দেশ্যে তাঁর বাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন বরকত উল্লাহ, গোলাম গাজম, আব্দুল মান্নান ও বাদশা ফকির। কিন্তু কোথাও না পেয়ে এলাকায় মাইকিং করে এবং মোস্তাহের বিল্লাহকে ধরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন। পরে ১৯৭১ সালের ২৯ সেপ্টেম্বর মোস্তাহের বিল্লাহকে না পেয়ে তাঁর বাবা আব্দুস ছালাম মুন্সিকে পাকিস্তানি বাহিনীর সহায়তায় ধরে নিয়ে সাভারের কর্ণপাড়া খালের পাশে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যা করে। পরে আব্দুস ছালাম মুন্সির লাশ নদীতে ফেলে দেওয়া হয়।
মোশাররফ হোসেন খোকন বলেন, ‘রাজাকার বরকত উল্লাহর ছেলে মোতালেব স্থানীয় প্রভাবশালী হওয়ায় তার ভয়ে কোথাও বিচার চাইনি। অবশেষে স্থানীয় মুক্তিযোদ্ধাদের পরামর্শে গত বুধবার মানিকগঞ্জ কোর্টে মামলা দায়ের করি। আমি আমার বাবার হত্যার সঠিক বিচার চাই।’
অভিযুক্তের ছেলে মো. জাহিদ বলেন, ‘পারিবারিক শত্রুতার জেরে মোশাররফ হোসেন খোকন মামলাটি করেন। সারা উপজেলার একজন লোকও বলতে পারবে না আমার বাবা রাজাকার ছিলেন। আমার অসুস্থ বাবাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।’
আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মো. সাখাওয়াৎ হোসাইন খান বলেন, ‘বাদীর বাবার হত্যার সঙ্গে চারজন জড়িত ছিলেন। কিন্তু তিনজন মারা যাওয়ায় শুধু বরকত উল্লাহর বিরুদ্ধে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযোগ করেন। অভিযোগপত্রটি নথিভুক্ত করে সিঙ্গাইর থানা-পুলিশকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪