সম্পাদকীয়
তখন আবু বকর সিদ্দিক অধ্যাপনা শুরু করেছেন। ‘সমকাল’ পত্রিকার লেখক। কলকাতা থেকে বের হওয়া পরিচয়, কবিতা, উত্তরসূরি, পূর্বাশা ইত্যাদি পত্রিকা নিয়মিত পড়ছেন। সেই ১৯৬৩ সালে তিনি ভিসা নিয়ে কলকাতায় গেলেন। শৈশবের অনেকটা কাল তাঁর কেটেছিল এই শহরে।
বুদ্ধদেব বসু আর প্রতিভা বসুর সঙ্গে দেখা হলো তাঁদের রাসবিহারি অ্যাভিনিউর বাড়িতে। সেখানেই বুদ্ধদেব অমিয় দেবকে বললেন, ‘তুমি ওঁকে একদিন কফিহাউসে নিয়ে গিয়ে শক্তি-সুনীলের সঙ্গে আলাপ করিয়ে দাও।’
এরা কারা বুঝে উঠতে পারছিলেন না আবু বকর সিদ্দিক। বুঝিয়ে দিলেন বুদ্ধদেব বসু, ‘এরাই তো নিউটার্ক। কৃত্তিবাস করছে। আপনার ভালো লাগবে।’
ঠিক হলো অমিয় দেব ১৭ ফেব্রুয়ারি আবু বকর সিদ্দিককে নিয়ে যাবেন কফিহাউসে।
কথামতো কফিহাউসে গিয়ে দেখলেন সে এক রমরমা আড্ডা। ট্রেতে পট সাজিয়ে দৌড়ে বেড়াচ্ছে বেয়ারার দল। অমিয় দেব এসে দাঁড়ালেন এক আড্ডায়। বললেন, ‘বুদ্ধদেব বসু পাঠিয়েছেন।’
সবাই আগ্রহ নিয়ে তাকালেন আবু বকর সিদ্দিকের দিকে। একজন যুবক তাঁর বাঁ দিকের চেয়ারটা ছেড়ে দিলেন আবু বকরকে। তাঁর ঝুলপকেটে ধুতির সাদা কোঁচা। মুখ জোড়া কুচকুচে কালো গালপাট্টা দাড়ি। মাথায় ঝাঁকড়া চুল। তারস্বরে কথা বলেন। নিজেই বললেন, ‘আমি শক্তি চট্টোপাধ্যায়।’
আরও ছিলেন সেই আড্ডায় সন্দীপন চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সমীর সেনগুপ্ত আর সমর সোম। নতুন করে স্যান্ডউইচ আর কফির অর্ডার হলো। আবু বকরের পকেটে সমকাল ছিল। সেখানে তাঁর লেখা ‘জ্ঞানী বিধাতার ইচ্ছা’ আর ‘দয়া’ কবিতা দুটি কেটে কেটে পড়লেন শক্তি। তারপর নিজের পকেট থেকে সেদিনই লেখা দুটো কবিতা বের করে দিয়ে দিলেন আবু বকরকে। বললেন, ‘মূল কপি রেখে দিয়েছি।’ একটি কবিতার নাম ‘আজি অসতর্কভাবে’, অন্যটি ‘ডালিম’।
কবিতা দুটি অনেক দিন ছিল আবু বকর সিদ্দিকের কাছে। একদিন কেউ একজন সে কাগজ নিয়ে গিয়ে আর ফেরত দেয়নি। তবে ডায়েরিতে কবিতা দুটি তুলে রেখেছিলেন আবু বকর সিদ্দিক।
সূত্র: আবু বকর সিদ্দিক, প্রসঙ্গ শক্তি চট্টোপাধ্যায়, পৃষ্ঠা ৫৬-৫৭
তখন আবু বকর সিদ্দিক অধ্যাপনা শুরু করেছেন। ‘সমকাল’ পত্রিকার লেখক। কলকাতা থেকে বের হওয়া পরিচয়, কবিতা, উত্তরসূরি, পূর্বাশা ইত্যাদি পত্রিকা নিয়মিত পড়ছেন। সেই ১৯৬৩ সালে তিনি ভিসা নিয়ে কলকাতায় গেলেন। শৈশবের অনেকটা কাল তাঁর কেটেছিল এই শহরে।
বুদ্ধদেব বসু আর প্রতিভা বসুর সঙ্গে দেখা হলো তাঁদের রাসবিহারি অ্যাভিনিউর বাড়িতে। সেখানেই বুদ্ধদেব অমিয় দেবকে বললেন, ‘তুমি ওঁকে একদিন কফিহাউসে নিয়ে গিয়ে শক্তি-সুনীলের সঙ্গে আলাপ করিয়ে দাও।’
এরা কারা বুঝে উঠতে পারছিলেন না আবু বকর সিদ্দিক। বুঝিয়ে দিলেন বুদ্ধদেব বসু, ‘এরাই তো নিউটার্ক। কৃত্তিবাস করছে। আপনার ভালো লাগবে।’
ঠিক হলো অমিয় দেব ১৭ ফেব্রুয়ারি আবু বকর সিদ্দিককে নিয়ে যাবেন কফিহাউসে।
কথামতো কফিহাউসে গিয়ে দেখলেন সে এক রমরমা আড্ডা। ট্রেতে পট সাজিয়ে দৌড়ে বেড়াচ্ছে বেয়ারার দল। অমিয় দেব এসে দাঁড়ালেন এক আড্ডায়। বললেন, ‘বুদ্ধদেব বসু পাঠিয়েছেন।’
সবাই আগ্রহ নিয়ে তাকালেন আবু বকর সিদ্দিকের দিকে। একজন যুবক তাঁর বাঁ দিকের চেয়ারটা ছেড়ে দিলেন আবু বকরকে। তাঁর ঝুলপকেটে ধুতির সাদা কোঁচা। মুখ জোড়া কুচকুচে কালো গালপাট্টা দাড়ি। মাথায় ঝাঁকড়া চুল। তারস্বরে কথা বলেন। নিজেই বললেন, ‘আমি শক্তি চট্টোপাধ্যায়।’
আরও ছিলেন সেই আড্ডায় সন্দীপন চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সমীর সেনগুপ্ত আর সমর সোম। নতুন করে স্যান্ডউইচ আর কফির অর্ডার হলো। আবু বকরের পকেটে সমকাল ছিল। সেখানে তাঁর লেখা ‘জ্ঞানী বিধাতার ইচ্ছা’ আর ‘দয়া’ কবিতা দুটি কেটে কেটে পড়লেন শক্তি। তারপর নিজের পকেট থেকে সেদিনই লেখা দুটো কবিতা বের করে দিয়ে দিলেন আবু বকরকে। বললেন, ‘মূল কপি রেখে দিয়েছি।’ একটি কবিতার নাম ‘আজি অসতর্কভাবে’, অন্যটি ‘ডালিম’।
কবিতা দুটি অনেক দিন ছিল আবু বকর সিদ্দিকের কাছে। একদিন কেউ একজন সে কাগজ নিয়ে গিয়ে আর ফেরত দেয়নি। তবে ডায়েরিতে কবিতা দুটি তুলে রেখেছিলেন আবু বকর সিদ্দিক।
সূত্র: আবু বকর সিদ্দিক, প্রসঙ্গ শক্তি চট্টোপাধ্যায়, পৃষ্ঠা ৫৬-৫৭
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫