Ajker Patrika

মুকসুদপুরের ১৬ ইউপিতে ভোট কাল, আশায় প্রার্থীরা

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৭: ১২
মুকসুদপুরের ১৬ ইউপিতে ভোট কাল, আশায় প্রার্থীরা

তৃতীয় ধাপে ২৮ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরের ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। প্রার্থীরা ইতিমধ্যে নির্বাচনের সব ধরনের প্রচারণা শেষ করেছেন এবং ভোটাররা ভোট দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচিত করবে সেই প্রত্যাশা করছেন তাঁরা। প্রতীকের থেকে যোগ্যতা অনুযায়ী প্রার্থী নির্বাচিত করতে আগ্রহী সাধারণ ভোটাররা। কেউ আবার নির্বাচন পরবর্তী শঙ্কার কথাও জানিয়েছেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ করতে ও শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার ও ভিডিপি এবং ব্যাটালিয়ন এক সঙ্গে কাজ করবে।

মুকসুদপুরের ১৬টি ইউনিয়নে ৭৮ জন চেয়ারম্যান, ১৮৬ জন নারী সদস্য এবং ৫০৪ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলার ১৬ ইউনিয়নেই আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হয়েছে নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা ৭টি ইউনিয়নে হাতপাখা নিয়ে লড়ছেন। এ ছাড়া ৫৫ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন।

জলিরপাড় ইউনিয়নের বাসিন্দা রসময় পোদ্দার বলেন, যে তাঁদের যোগ্য এবং তাঁদের দেখাশোনা করতে পারবেন সেই প্রার্থী দরকার।

ননীক্ষীর ইউনিয়নের বাসিন্দা কৃষ্ণ বালা বলেন, মার্কা যাই হোক না কেন তাঁরা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। যোগ্য প্রার্থী হলে ইউনিয়নের উন্নয়ন হবে, সেই সঙ্গে ইউনিয়নবাসীর উন্নয়ন হবে। তবে তাঁরা চান যাতে তাঁদের ভোট তাঁরা ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে দিতে পারেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা বলেন, ৩য় ধাপে মুকসুদপুরের ১৬টি ইউনিয়নে নির্বাচন আগামীকাল। প্রশাসন নির্বাচন পরিচালনা করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এ জন্য প্রতিটি ভোটকেন্দ্রে পাঁচজন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার/ভিডিপি দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের একটি মোবাইল ফোর্স, প্রতি তিন ইউনিয়নে একটি স্ট্রাইকিং ফোর্স, ১৬টি ইউনিয়নে র‍্যাবের দুটি টহল দল ও একটিটি স্ট্রাইকিং ফোর্স এবং বিজিবির দুটি টহল দল ও একটি স্ট্রাইকিং ফোর্স টহলে থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত