Ajker Patrika

দ্বিতীয় ডোজ নিতে উপচে পড়া ভিড়

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২০: ৩৭
দ্বিতীয় ডোজ নিতে উপচে পড়া ভিড়

করোনাভাইরাসের গণটিকার দ্বিতীয় ডোজ নিতে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড় দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা চলে টিকাদান।

সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে ভেতর থেকে শুরু করে বারান্দা হয়ে মূল ফটক পর্যন্ত মানুষের দীর্ঘ সারি ছিল। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়োজিত ব্যক্তি, আনসার সদস্য ও থানা-পুলিশের একটি টিম শৃঙ্খলা রক্ষায় কাজ করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৩১টি কেন্দ্রে একযোগে এ টিকা কার্যক্রম চলে। বৃহস্পতিবার উপজেলায় ৩৪ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত