Ajker Patrika

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবি

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৬: ৩২
খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা যুবদলের উদ্যোগে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয় চত্বরে এই বিক্ষোভ হয়।

বাগেরহাট জেলা যুবদলের সহসভাপতি মো. মাসুদুজ্জামান মাসুদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম। সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব শেখ মোজাফ্ফর রহমান আলম, সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, জেলা তাঁতি দলের সদস্যসচিব শেখ জিল্লুর রহমান, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি নেওয়াজ মো. গোলাম রসুল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল মোল্লা, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস কে বদরুল আলমসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। না হলে আরও কঠিন কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে সরকারকে হুঁশিয়ারি দেন যুবদলের নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত