Ajker Patrika

জ্বর হতে পারে অনেক অসুখের লক্ষণ

ডা. অধ্যাপক শুভাগত চৌধুরী 
জ্বর হতে পারে অনেক অসুখের লক্ষণ

নানা কারণে কমবেশি সবারই জ্বর হয়। নানা রকম ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবীর সংক্রমণে জ্বর হতে পারে। এ ছাড়া অনেক সময় কাঁপুনি দিয়ে জ্বর আসে। অথচ আমরা এর কোনো কারণ খুঁজে পাই না। একসময় জ্বর হলে; আর এই জ্বরের কারণ খুঁজে না পেলে মনে করা হতো হয়তো টিবি হয়েছে। আমাদের শরীরের গড় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেন্টিগ্রেড বা ৯৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট। তবে ব্যক্তিভেদে স্বাভাবিক তাপমাত্রার তারতম্য হতে পারে।

সারা দিনে নানা সময়ে শরীরের তাপমাত্রার তারতম্য হতে পারে। এই তাপমাত্রা সামান্য বাড়ে খাওয়া বা ব্যায়ামের পর। ঘুম থেকে ওঠার পর যে রকম থাকে, তার চেয়ে তাপমাত্রা বিকেলে সামান্য বেশি থাকতে পারে। যখন আমাদের শরীর সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে, তখন যে সংকেত দেয়, সেটাই মূলত জ্বর। রোগ প্রতিরোধক্ষমতা স্বাভাবিক হলে শরীরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেড বা ১০০ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইট কিংবা এর ওপর হলেই জ্বর অনুভূত হয়।

বিভিন্ন ধরনের সংক্রমণ, যেমন ফ্লু জ্বরের সাধারণ কারণ। এ ছাড়া জ্বরের আরও অনেক কারণ থাকতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস, এমনকি ক্যানসার হলেও জ্বর হতে পারে। শিশু থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে জ্বর হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। তাই ঘন ঘন যদি জ্বর হয়, তাহলে অসুখের অন্যান্য লক্ষণ ও উপসর্গের প্রতি নজর রাখতে হবে।

জ্বর কত বেশি হওয়ার সঙ্গে সংক্রমণ কম-বেশি হওয়ার কোনো সম্পর্ক আছে কি না, তা বোঝা কঠিন। অনেকে মনে করেন, দাঁত উঠলে জ্বর হয়। গবেষণা বলে, এ কথা ভুল; বরং কখনো কখনো জ্বরের কারণ হতে পারে কিছু অসংক্রামক ব্যাধি বা প্রদাহজনিত রোগ। এগুলোর কারণেও জ্বরের পুনরাবৃত্তি হতে পারে বা অনেক বেশি জ্বর হতে পারে।

আজকাল ভাইরাল বা ডেঙ্গু জ্বর দুটোই খুব বেশি পরিমাণে হচ্ছে। দুটো যাতে গুলিয়ে না যায়, সে জন্য ডেঙ্গুর প্রধান লক্ষণ জানা থাকা ভালো। ভাইরাল জ্বরে সর্দি, গলা ব্যথা, শরীরে হালকা ব্যথা, দুর্বলতা ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। আর ডেঙ্গু হলে জ্বরের তীব্রতা থাকে এবং জ্বর আসার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্য়ে শরীরে দেখা দিতে পারে ফুসকুড়ি। আর জয়েন্টে জয়েন্টে ব্যথা তো রয়েছেই। এগুলোর সঙ্গে খাবারে অরুচি, দাঁতের মাড়ি ও মলদ্বার দিয়ে রক্তপাত ইত্যাদি উপসর্গও দেখা দিতে পারে।

ডা. অধ্যাপক শুভাগত চৌধুরী, সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত