Ajker Patrika

অস্কার মঞ্চে ফিরলেন ‘বিতর্কিত’ জিমি

অস্কার মঞ্চে ফিরলেন ‘বিতর্কিত’ জিমি

অস্কারের ৯৫তম অনুষ্ঠানটি হবে আগামী বছরের ১২ মার্চ, হলিউডের ডলবি থিয়েটারে। গত আসরে উইল স্মিথের চড়কাণ্ড গোটা অনুষ্ঠানের বারোটা বাজিয়ে দিয়েছিল। সিনেমা, পুরস্কার, তারকা সমাগম—সব ছাপিয়ে আলোচনায় ছিল ক্রিস রককে উইল স্মিথের থাপ্পড় দেওয়ার ঘটনা। এ ঘটনায় অস্কার অনুষ্ঠানের সৌন্দর্যহানি হয়েছে তো বটেই, রেটিংও কমেছে অনেক। এমন অপ্রত্যাশিত কোনো ঘটনা যাতে ৯৫তম আসরে না ঘটে, সে জন্য অস্কার মঞ্চে আবারও ফিরিয়ে আনা হয়েছে জিমি কিমেলকে। আগামী আসরটি তিনিই উপস্থাপনা করবেন।

এর আগে ২০১৭ সালে ৮৯তম ও ২০১৮ সালে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডসে এ দায়িত্ব পালন করেছিলেন এমি অ্যাওয়ার্ডজয়ী এই উপস্থাপক। পাঁচ বছর পর অস্কারের মঞ্চে যখন ফিরবেন জিমি, তখন তাঁর কাঁধে থাকবে অস্কারের সুনাম পুনরুদ্ধারের দায়িত্ব। জিমিও বুঝতে পারছেন সেটা, তাই বলছেন, ‘তৃতীয়বারের মতো অস্কারের সঞ্চালক হওয়ার ডাক পাওয়া হয়তো বিরাট সম্মান, এটা একটা ফাঁদও হতে পারে। যা-ই হোক, আমাকে প্রস্তাব দেওয়ার জন্য একাডেমি কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ।’

তবে যার ওপর চড়কাণ্ডের বদনাম ঢাকার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই জিমি কিমেলও বিতর্কমুক্ত লোক নন। ২০১৪ সালে আরেকটি চড়কাণ্ড ঘটেছিল জিমি কিমেলের টক শোতে। সেই পর্বে জিমির অতিথি ছিলেন কলম্বিয়ান অভিনেত্রী সোফিয়া ভেরগারা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে বিভিন্ন মানুষের করা কমেন্ট সোফিয়াকে পড়ে শোনাচ্ছিলেন জিমি। একপর্যায়ে তাঁকে সপাটে থাপ্পড় মারেন সোফিয়া। এরপর সেট থেকে বেরিয়ে যান।

যদিও পরে জানা যায়, পুরো ব্যাপারটিই ছিল পরিকল্পিত। শোর টিআরপি বাড়াতে, শো আরও বেশি আলোচিত করতে অনেক সময় এমন ‘নাটকীয়’ পরিস্থিতি তৈরি করা হয়। জিমিও করেছিলেন। তবে সেটা তখন ভালোভাবে নেননি অনেকেই। এ বছর আরেকটি ঘটনার কারণেও বেশ বিতর্কে পড়েছিলেন জিমি। এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অভিনেত্রী কিন্টা ব্রুনসন যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন মাতালের ভঙ্গিতে মঞ্চের মেঝেতে শুয়ে গড়াগড়ি দিচ্ছিলেন জিমি। বিষয়টি স্রেফ মজা করার জন্য হলেও ভালোভাবে নেননি কিন্টা ব্রুনসনের ভক্তরা। এখন দেখার বিষয়, নানা কারণে ‘বিতর্কিত’ জিমি কিমেল অস্কারের ‘বদনাম’ ঘোচাতে পারেন কি না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত