Ajker Patrika

আ.লীগের উঠান বৈঠক

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৭: ২৬
আ.লীগের উঠান বৈঠক

ঘোড়াশাল পৌর নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ২ নভেম্বর। নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে নরসিংদী-২ আসনের সাবেক সাংসদ কামরুল আশরাফ খান পোটনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের উঠান বৈঠক হয়েছে।

গত শনিবার বিকেলে ঘোড়াশাল আটিয়াগাও পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘোড়াশাল পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আল-মুজাহিদ হোসেন তুষারের উঠান বৈঠকে নরসিংদীর জেলা আওয়ামী লীগের ঐক্যমঞ্চে পরিণত হয়েছে।

এ সময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মো. আলী, নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ও বর্তমান নরসিংদীর পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, মাধবদী পৌর মেয়র মোশারফ হোসেন মানিক, নরসিংদীর চেম্বার অব কমার্সের সভাপতি আলী হোসেন শিশির, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ মনোয়ারুল ইসলাম নাছিম প্রমুখ।

সভায় বক্তারা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে জিতিয়ে আনার জন্য দলের সকল স্তরের নেতাকর্মীকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত