Ajker Patrika

গোবিন্দগঞ্জে আগুনে পুড়ে গেছে বসতবাড়ি

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১০: ৪৯
গোবিন্দগঞ্জে আগুনে পুড়ে গেছে বসতবাড়ি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে আশরাফুল ইসলাম নামে এক শিক্ষকের বসতবাড়ি পুড়ে গেছে। আগুনে তিনটি ঘরসহ বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জের বাগদা বোগদহ কলোনিতে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে বসতবাড়িটির একটি কক্ষে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে বাড়িতে থাকা আশরাফুলের ছোট ছেলে চিৎকার করতে থাকে।

পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও তিনটি ঘর ও ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আরিফ আনোয়ার আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন স্থানীয় অধিবাসীরা। তার আগে ওই শিক্ষকের বসতবাড়ির তিনটি ঘরসহ আসবাবপত্র আগুনে পুড়ে যায়।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে সূত্রপাত হওয়া আগুনে বসতবাড়িটির তিনটি ঘরসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত