Ajker Patrika

অ্যাম্বুলেন্স নষ্ট ২ মাস রোগীদের ভোগান্তি

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ১২
অ্যাম্বুলেন্স নষ্ট ২ মাস রোগীদের ভোগান্তি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে বিকল হয়ে রয়েছে। এতে জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। উন্নত চিকিৎসার জন্য রোগীদের বিভিন্ন হাসপাতালে নিতে ভোগান্তির পাশাপাশি গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।

গত বুধবার বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সটি দুই মাস আগে মেরামতের জন্য ময়মনসিংহ পাঠানো হয়েছে। আর্থিক জটিলতায় সেটি আনা যাচ্ছে না দুর্গাপুরে। এ সুযোগে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকেরা হাতিয়ে নিচ্ছেন অতিরিক্ত টাকা।

প্রতিদিন কোনো না কোনো রোগীকে দুর্গাপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও ঢাকায় যেতে হয়। সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় ব্যক্তি মালিকানার অ্যাম্বুলেন্সে যেতে হয় তাঁদের। এ ছাড়া ঃঅনেক সময় বিকল্প ব্যবস্থায় রোগীদের উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়। এতে ভোগান্তির পাশাপাশি বাড়তি অর্থ গুনতে হয় রোগীর স্বজনদের।

হাসপাতালে আসা এক রোগীর স্বজন বলেন, ‘রোগীর অবস্থা একটু খারাপ দেখলেই হাসপাতালের ডাক্তারেরা সঙ্গে সঙ্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে সরকারি অ্যাম্বুলেন্সটি কখনোই পাওয়া যায় না। বেসরকারি অ্যাম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া লাগে। অনেকেই আছেন আর্থিক দুর্বলতায় বেসরকারি অ্যাম্বুলেন্সে করে যাওয়া সম্ভব হয় না। নিরুপায় হয়ে সিএনজি অটোরিকশায় রোগীদের নিয়ে যান।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘মেরামতের জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্সের যন্ত্রপাতি না পাওয়ায় মেরামতে একটু দেরি হলেও চালক না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত