Ajker Patrika

অবৈধ যানে দখল মহাসড়ক

নান্দাইল প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২২, ১৬: ৫৫
অবৈধ যানে দখল মহাসড়ক

নান্দাইলে মহাসড়কে বেপরোয়া চলাচল করছে ব্যাটারিচালিত ত্রি-হুইলার ও নছিমন। মহাসড়কে এসব যান চলাচল নিষিদ্ধ থাকলেও, তোয়াক্কা করছে না কেউ। এ কারণে বাড়ছে দুর্ঘটনা। এসব যান সড়ক দখল করে রাখায় বাড়ছে যানজটও।

অন্যদিকে বিভিন্ন এলাকায় অবৈধ ত্রি-হুইলারের স্ট্যান্ড বসিয়ে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নামে চাঁদাবাজি করছে একটি মহল। স্থানীয় বাসিন্দারা বলছেন, বেশির ভাগ ক্ষেত্রে বাধ্য হয়ে এসব যানবাহনে চলতে হয়। তা ছাড়া এসব যানবাহনে অদক্ষ ও শিশু চালকের সংখ্যা বেশি। অন্যদিকে প্রশাসন বলছে, শুধু নান্দাইলে নয় সারা দেশে এই সমস্যা চলছে। রাজনৈতিকভাবে সমন্বয় করে সমাধান করতে হবে।

মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশের দু পাশ ব্যাটারিচালিত ত্রি-হুইলার দখল করে আছে। উপজেলার কানুরামপুর পশ্চিম বাসস্ট্যান্ড ও পূর্ব বাসস্ট্যান্ডের দুপাশে দখল করে রাখা হয়েছে। পুরোনো বাসস্ট্যান্ড ও নান্দাইল চৌরাস্তায় অবৈধ ত্রি-হুইলারের ছড়াছড়ি। এত বেশি যানবাহন যে রাস্তা পার হওয়ার মতো জায়গাও পাওয়া যায় না। পুরোনো বাসস্ট্যান্ড, নরসুন্দা ব্রিজ, চৌরাস্তা বাস স্ট্যান্ড, হাসপাতাল মোড়, কানুরামপুর, মধুপুর, দেওয়ানগঞ্জ এলাকায় অবৈধ ত্রি-হুইলারের স্ট্যান্ড বসিয়ে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা আদায় করা হচ্ছে। কোথাও কোথাও শ্রমিক ইউনিয়নের রসিদে, আবার কোথাও রসিদ ছাড়া চাঁদাবাজি করছে একটি মহল।

নান্দাইল হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ গাজীপুর অঞ্চলের উদ্যোগে মহাসড়কে ত্রি-হুইলার, নছিমন, অটোরিকশা, লেগুনাসহ যেকোনো ধরনের ত্রি-হুইলার চালানো অপরাধ ও সড়ক পরিবহন আইনে জরিমানা সংবলিত সচেতনতামূলক ব্যানার টানানো হয়েছে।

অটোরিকশা চালক শাহজাহান মিয়া বলেন, ‘আমাদের বলে কী লাভ? যাঁরা অবৈধ গাড়ি বাজারে বিক্রি করে তাঁদের আমদানি ও বিক্রি বন্ধ করতে বলেন। আমাদের তো পেটের দায়ে রাস্তায় নামতে হয়। মহাসড়কে তো আসতে চাই না। যাত্রীর চাপে আসতে হয়। মহাসড়কে এসেও চাঁদা দিতে হয় পৌরসভা ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নকে।’

তানিয়া জান্নাত তৃণা নামের এক শিক্ষার্থী বলেন, ‘মহাসড়কে অটোরিকশা চলাচল নিষেধ তা জানি। কিন্তু আমাদের তো চলাচল করতে হবে। বাস তো আর ৩ থেকে ৪ কিলোমিটার পরে থামিয়ে লোক নেবে না। তবে অটোরিকশাগুলোতে অদক্ষ ও শিশু চালকের সংখ্যা বেশি। এগুলোর ব্যাপারের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

নান্দাইল হাইওয়ে থানার (ওসি) মাসুদ খান বলেন, ‘আমরা অবৈধ ত্রি-হুইলার বন্ধের জন্য সাইনবোর্ড, মাইকিং ও জনসচেতনতা মিটিং করছি। তবুও কেউ মানছেন না। ত্রি-হুইলারগুলো তো দুর্ঘটনা কারণ। ত্রি-হুইলার বন্ধের ব্যাপারে ব্যবস্থা নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে সমন্বয় করে সমাধান করতে হবে। অনেকেই আবার পৌর সভা থেকে নম্বর প্লেট নিচ্ছে। আমরা তো চাইলেই বন্ধ করতে পারছি না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর বলেন, ‘শুধু নান্দাইলে নয় সারা দেশেই একই সমস্যা। ময়মনসিংহ শহরেও ত্রি-হুইলার চলছে। আমাদের একার পক্ষে এইগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত