Ajker Patrika

নানা আয়োজনে পুলিশিং ডে উদযাপন

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৬: ০৭
নানা আয়োজনে পুলিশিং ডে উদযাপন

খুলনায় নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “মুজিববর্ষে পুলিশনীতি জনসেবা আর সম্প্রীতি”। গতকাল শনিবার দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলায় শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সব কর্মসূচিতে পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করা, পুলিশের কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানানো হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

কয়রা: গতকাল শনিবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে কয়রা থানা চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসেন, উপপুলিশ পরিদর্শক কিশোর কুমার, উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, কয়রা উপজেলা পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেরামত আলী, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্যাহ আল মাহমুদ, এসএম বাহারুল ইসলাম, সরদার নুরুল ইসলাম, আব্দুস সামাদ গাজী, আছের আলী মোড়ল, জেলা পরিষদ সদস্য জহরুল হক বাচ্চু, মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, মাওলানা মাসুদুর রহমান, মিতারানী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

পাইকগাছা: দিবসটি উপলক্ষে সকাল ১০টায় থানার সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে। পরে থানার বঙ্গবন্ধু চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পাইকগাছা উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মো. দাউদ শরীফ, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম, সিনিয়র সহকরী পুলিশ সুপার সাইফুল ইসলাম, ওসি মো. জিয়াউর রহমান, কে এম আরিফুজ্জামান তুহিন, প্রভাষক ময়নুল ইসলাম, নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, শাহজাদা আবু ইলিয়াস, আব্দুস ছালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম, কাজল কান্তি বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

তেরখাদা: তেরখাদা থানা-পুলিশের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় থানাচত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সব আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, থানার ওসি মো. জহুরুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. সাইদুর রহমান, ওসি (তদন্ত) মো. মোশাররফ প্রমুখ উপস্থিত ছিলেন।

বটিয়াঘাটা: দিবসটি উপলক্ষে গতকাল শনিবার বেলা ১২টায় বটিয়াঘাটা থানা-পুলিশের নেতৃত্বে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় থানার ওসি মোহাম্মদ শাহ জালাল, ৩ নম্বর গংগারামপুর ইউপি চেয়ারম্যান আসলাম পারভেজ, ৭ নম্বর ইউপি চেয়ারম্যান জি এম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত