৯ মাস মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার পর গত ১৭ আগস্ট দেশে ফেরেন চিত্রনায়ক শাকিব খান। কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল ফের মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। বরাবরের মতো এবারও নিউইয়র্কে বসবে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের আসর। আর তাতে যোগ দিতেই তাঁর এই সফর হওয়ার কথা ছিল। তবে আপাতত যুক্তরাষ্ট্রে যাওয়া হচ্ছে না শাকিবের। নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকবেন দেশে, এ কারণে যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি।
শাকিব যে যুক্তরাষ্ট্রে যাবেন না, এই বিষয়টি কয়েক দিন আগেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজকদের জানিয়েছেন। শাকিবের যুক্তরাষ্ট্রে না যাওয়ার ব্যাপারে মন্তব্য নেওয়ার জন্য একাধিকবার বিভিন্নভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। আয়োজকেরাও বিষয়টি নিয়ে কিছু বলতে নারাজ।
শাকিব খান যুক্তরাষ্ট্রে না গেলেও ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে ১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন তাহসান, চঞ্চল চৌধুরী, ইমন, ফারিয়া শাহরিন, নির্মাতা রাজ, মেহজাবীন, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, পূজা চেরি, জিয়াউল হক পলাশ প্রমুখ। শোটাইম মিউজিক এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৬ অক্টোবর নিউইয়র্কের কুইন্সে বসবে আসরটি, নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার আলমগীর খান আলম। তিনি জানান, নিউইয়র্কের আমাজুরা কনসার্ট হলে অনুষ্ঠিত হবে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড।
চিত্রনায়ক ইমন বলেন, ‘শাকিব ভাইয়া কিছুদিন আগেই জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না। যত দূর জানি, দেশে উনি নতুন সিনেমার কাজ শুরু করবেন। সেই সিনেমার প্রি-প্রোডাকশনে সময় দিচ্ছেন। গতবার আমি যুক্তরাষ্ট্রে গিয়ে শাকিব ভাইয়ের বাসায় তিন দিন একসঙ্গে ছিলাম। দারুণ সময় কাটিয়েছি দুই ভাই। এবার তাঁকে খুব মিস করব।’
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিজ্ঞাপনের শুটিংয়ে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ান শাকিব। শনিবার অংশ নেন ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে। সিনেমাটির পরিচালক তপু খান জানান, দুটি গানের শুটিং বাকি ছিল। খুব সুন্দরভাবে শেষ হয়েছে। চলতি বছরই মুক্তি পাবে সিনেমাটি।
৯ মাস মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার পর গত ১৭ আগস্ট দেশে ফেরেন চিত্রনায়ক শাকিব খান। কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল ফের মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। বরাবরের মতো এবারও নিউইয়র্কে বসবে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের আসর। আর তাতে যোগ দিতেই তাঁর এই সফর হওয়ার কথা ছিল। তবে আপাতত যুক্তরাষ্ট্রে যাওয়া হচ্ছে না শাকিবের। নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকবেন দেশে, এ কারণে যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি।
শাকিব যে যুক্তরাষ্ট্রে যাবেন না, এই বিষয়টি কয়েক দিন আগেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজকদের জানিয়েছেন। শাকিবের যুক্তরাষ্ট্রে না যাওয়ার ব্যাপারে মন্তব্য নেওয়ার জন্য একাধিকবার বিভিন্নভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। আয়োজকেরাও বিষয়টি নিয়ে কিছু বলতে নারাজ।
শাকিব খান যুক্তরাষ্ট্রে না গেলেও ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে ১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন তাহসান, চঞ্চল চৌধুরী, ইমন, ফারিয়া শাহরিন, নির্মাতা রাজ, মেহজাবীন, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, পূজা চেরি, জিয়াউল হক পলাশ প্রমুখ। শোটাইম মিউজিক এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৬ অক্টোবর নিউইয়র্কের কুইন্সে বসবে আসরটি, নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার আলমগীর খান আলম। তিনি জানান, নিউইয়র্কের আমাজুরা কনসার্ট হলে অনুষ্ঠিত হবে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড।
চিত্রনায়ক ইমন বলেন, ‘শাকিব ভাইয়া কিছুদিন আগেই জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না। যত দূর জানি, দেশে উনি নতুন সিনেমার কাজ শুরু করবেন। সেই সিনেমার প্রি-প্রোডাকশনে সময় দিচ্ছেন। গতবার আমি যুক্তরাষ্ট্রে গিয়ে শাকিব ভাইয়ের বাসায় তিন দিন একসঙ্গে ছিলাম। দারুণ সময় কাটিয়েছি দুই ভাই। এবার তাঁকে খুব মিস করব।’
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিজ্ঞাপনের শুটিংয়ে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ান শাকিব। শনিবার অংশ নেন ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে। সিনেমাটির পরিচালক তপু খান জানান, দুটি গানের শুটিং বাকি ছিল। খুব সুন্দরভাবে শেষ হয়েছে। চলতি বছরই মুক্তি পাবে সিনেমাটি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫