Ajker Patrika

বিশ্ব সিনেমা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১২: ১৫
বিশ্ব সিনেমা

বছরের সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি জাপানিজ ছবি ‘ড্রাইভ মাই কার’। কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতে নিয়েছে এই ছবি। তিন ঘণ্টার এই ছবি দেখার সময় এক মুহূর্তের জন্যও পর্দা থেকে চোখ সরাতে পারবেন না দর্শক। জাপানের বিশ্বখ্যাত লেখক হারুকি মুরাকামির ছোটগল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি।

সারা বছরের হিসেবে আলোচিত ছবির তালিকায় রয়েছে স্প্যানিশ ছবি ‘মেমোরিয়া’, ফ্রান্সের ‘বেনেডেট্টা’, চায়নার ‘ডেজ’, ইরানি ‘অ্য হিরো’, অস্ট্রিয়ার ‘গ্রেট ফ্রিডম’, বেলজিয়ামের ‘প্লেগ্রাউন্ড’, ভুটানের ‘লুনানা’, ডেনমার্ক ‘ফ্লি’, ফিনল্যান্ডের ‘কমপার্টমেন্ট’, জার্মানির ‘আই অ্যাম ইউর ম্যান’, আইসল্যান্ডের ‘ল্যাম্ব’, ইটালির ‘দ্য হ্যান্ড অব গড’, কসোভোর ‘হাইভ’, মেক্সিকোর ‘প্রেয়ার্স ফর দ্য স্টোলেন’, নরওয়ের ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’, পানামার ‘প্লাজা ক্যাটেড্রল’, স্পেনের ‘দ্য গুড বস’ ছবিগুলো। এর মধ্যে বেশির ভাগ ছবি কান উৎসবে আলোচিত হয়ে অস্কারের শর্টলিস্টে রয়েছে।

এ বছর দক্ষিণ এশিয়ার বেশ কিছু ছবি এসেছে আলোচনায়। বিশেষ করে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’, ‘নো ল্যান্ডস ম্যান’, ‘পায়ের তলায় মাটি নাই’, ‘অন্যদিন’ ছবিগুলো সারা বছরই উৎসবগুলোয় আলোচনায় ছিল। এ ছাড়া শ্রীলঙ্কার ‘আলবোরাদা: দ্য ডনিং অব দ্য ডে’, পাকিস্তানের ‘মোলাকাত’, ‘দাগ দাগ উজালা’, শ্রীলঙ্কার ‘আসু’, ভুটানের ‘হোয়াই ইজ দ্য ডার্ক অ্যাট নাইট’ ছবিগুলো ছিল আলোচিত। হলিউডের বাইরে বিশ্ব সিনেমায় আলোচনা তৈরি করা অন্যতম সেরা ইন্ডাস্ট্রি দক্ষিণ কোরিয়া থেকে এই বছর তেমন কোনো আলোচিত ছবি পাওয়া যায়নি।

সালতামামির অন্যান্য আয়োজন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাল রপ্তানিতে নতুন শর্ত দিল ভারত, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির প্রার্থী বাছাই শেষ হওয়ার পথে

মামুনুরের খোঁজ মেলেনি ৫ দিনেও, ক্লু নেই সিসিটিভি ফুটেজে

নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর অভিযোগ তদন্ত করছে ডাকসু নির্বাচন কমিশন

বাংলাদেশের বিদায়ে ৪১ বছরে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত