Ajker Patrika

চন্দ্রমহলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৭: ১০
চন্দ্রমহলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্কের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করে প্রতিবাদ জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার সকালে পার্কের মালিক শিল্পপতি সৈয়দ আমানুল হুদার পক্ষে পার্কটির ব্যবস্থাপক মহব্বত আলী চাকলাদার বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পার্কের ব্যবস্থাপক মহব্বত আলী চাকলাদার বলেন, মানুষের বিনোদনের ব্যবস্থা করতে ভারতের তাজমহলের আদলে চন্দ্রমহল নির্মাণ করেন শিল্পপতি সৈয়দ আমানুল হুদা। চন্দ্রমহল ঘিরে তাঁরা সুস্থ বিনোদনের সব ধরনের ব্যবস্থা করেছেন। হারানো দিনের বিভিন্ন ঐতিহ্যসহ দৃষ্টিনন্দন চন্দ্রমহলের সুনাম রয়েছে।

প্রতিদিনই যুবক, বৃদ্ধ, শিশু-কিশোরসহ নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষ এই পার্কে আসেন। অবসর সময় কাটিয়ে নির্মল আনন্দ নিয়ে ফিরে যান।

কিন্তু কিছু অসাধু মানুষ পার্ক সম্পর্কে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। জমি দখল, ঝুপড়ি ঘর তৈরি করে অনৈতিক কাজের সুযোগ দেওয়াসহ নানা অপপ্রচার চালাচ্ছেন তারা। তিনি এসব অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানান।

তিনি আরও বলেন, সুষ্ঠু বিনোদনের জন্য যা যা প্রয়োজন সবই চন্দ্রমহলে রয়েছে। এখানে কোনো ধরনের অনৈতিক কাজের সুযোগ নেই।

২০০৯ সালে বাগেরহাট সদর উপজেলার রণজিৎপুর গ্রামে ২১ একর জমির ওপর ইকোপার্ক তৈরি করেন শিল্পপতি সৈয়দ আমানুল হুদা। এই পার্কে ভারতের তাজমহলের আদলে চন্দ্রমহল তৈরি করা হয়েছে। এ ছাড়া দেশি-বিদেশি ঐতিহ্যবাহী বিভিন্ন ভাস্কর্যের আদলে ভাস্কর্য তৈরি করা হয়েছে।

এ ছাড়া পার্কের বড় বড় পুকুরে মাছ ও পুকুর পাড়ে বিভিন্ন ফুল-ফলের গাছ রয়েছে। নির্দিষ্ট ফি পরিশোধ সাপেক্ষে এখানে ভ্রমণের সুযোগ রয়েছে সব শ্রেণী-পেশার সাধারণ মানুষের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত