বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্কের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করে প্রতিবাদ জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার সকালে পার্কের মালিক শিল্পপতি সৈয়দ আমানুল হুদার পক্ষে পার্কটির ব্যবস্থাপক মহব্বত আলী চাকলাদার বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পার্কের ব্যবস্থাপক মহব্বত আলী চাকলাদার বলেন, মানুষের বিনোদনের ব্যবস্থা করতে ভারতের তাজমহলের আদলে চন্দ্রমহল নির্মাণ করেন শিল্পপতি সৈয়দ আমানুল হুদা। চন্দ্রমহল ঘিরে তাঁরা সুস্থ বিনোদনের সব ধরনের ব্যবস্থা করেছেন। হারানো দিনের বিভিন্ন ঐতিহ্যসহ দৃষ্টিনন্দন চন্দ্রমহলের সুনাম রয়েছে।
প্রতিদিনই যুবক, বৃদ্ধ, শিশু-কিশোরসহ নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষ এই পার্কে আসেন। অবসর সময় কাটিয়ে নির্মল আনন্দ নিয়ে ফিরে যান।
কিন্তু কিছু অসাধু মানুষ পার্ক সম্পর্কে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। জমি দখল, ঝুপড়ি ঘর তৈরি করে অনৈতিক কাজের সুযোগ দেওয়াসহ নানা অপপ্রচার চালাচ্ছেন তারা। তিনি এসব অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানান।
তিনি আরও বলেন, সুষ্ঠু বিনোদনের জন্য যা যা প্রয়োজন সবই চন্দ্রমহলে রয়েছে। এখানে কোনো ধরনের অনৈতিক কাজের সুযোগ নেই।
২০০৯ সালে বাগেরহাট সদর উপজেলার রণজিৎপুর গ্রামে ২১ একর জমির ওপর ইকোপার্ক তৈরি করেন শিল্পপতি সৈয়দ আমানুল হুদা। এই পার্কে ভারতের তাজমহলের আদলে চন্দ্রমহল তৈরি করা হয়েছে। এ ছাড়া দেশি-বিদেশি ঐতিহ্যবাহী বিভিন্ন ভাস্কর্যের আদলে ভাস্কর্য তৈরি করা হয়েছে।
এ ছাড়া পার্কের বড় বড় পুকুরে মাছ ও পুকুর পাড়ে বিভিন্ন ফুল-ফলের গাছ রয়েছে। নির্দিষ্ট ফি পরিশোধ সাপেক্ষে এখানে ভ্রমণের সুযোগ রয়েছে সব শ্রেণী-পেশার সাধারণ মানুষের।
বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্কের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করে প্রতিবাদ জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার সকালে পার্কের মালিক শিল্পপতি সৈয়দ আমানুল হুদার পক্ষে পার্কটির ব্যবস্থাপক মহব্বত আলী চাকলাদার বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পার্কের ব্যবস্থাপক মহব্বত আলী চাকলাদার বলেন, মানুষের বিনোদনের ব্যবস্থা করতে ভারতের তাজমহলের আদলে চন্দ্রমহল নির্মাণ করেন শিল্পপতি সৈয়দ আমানুল হুদা। চন্দ্রমহল ঘিরে তাঁরা সুস্থ বিনোদনের সব ধরনের ব্যবস্থা করেছেন। হারানো দিনের বিভিন্ন ঐতিহ্যসহ দৃষ্টিনন্দন চন্দ্রমহলের সুনাম রয়েছে।
প্রতিদিনই যুবক, বৃদ্ধ, শিশু-কিশোরসহ নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষ এই পার্কে আসেন। অবসর সময় কাটিয়ে নির্মল আনন্দ নিয়ে ফিরে যান।
কিন্তু কিছু অসাধু মানুষ পার্ক সম্পর্কে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। জমি দখল, ঝুপড়ি ঘর তৈরি করে অনৈতিক কাজের সুযোগ দেওয়াসহ নানা অপপ্রচার চালাচ্ছেন তারা। তিনি এসব অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানান।
তিনি আরও বলেন, সুষ্ঠু বিনোদনের জন্য যা যা প্রয়োজন সবই চন্দ্রমহলে রয়েছে। এখানে কোনো ধরনের অনৈতিক কাজের সুযোগ নেই।
২০০৯ সালে বাগেরহাট সদর উপজেলার রণজিৎপুর গ্রামে ২১ একর জমির ওপর ইকোপার্ক তৈরি করেন শিল্পপতি সৈয়দ আমানুল হুদা। এই পার্কে ভারতের তাজমহলের আদলে চন্দ্রমহল তৈরি করা হয়েছে। এ ছাড়া দেশি-বিদেশি ঐতিহ্যবাহী বিভিন্ন ভাস্কর্যের আদলে ভাস্কর্য তৈরি করা হয়েছে।
এ ছাড়া পার্কের বড় বড় পুকুরে মাছ ও পুকুর পাড়ে বিভিন্ন ফুল-ফলের গাছ রয়েছে। নির্দিষ্ট ফি পরিশোধ সাপেক্ষে এখানে ভ্রমণের সুযোগ রয়েছে সব শ্রেণী-পেশার সাধারণ মানুষের।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫