Ajker Patrika

বেহাল সড়কে দুর্ভোগ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৩: ০২
বেহাল সড়কে দুর্ভোগ

সড়ক খানাখন্দ। কোথাও পিচ ঢালাই আছে, কোথাও নেই। বৃষ্টিতে পানি-কাদায় একাকার সড়কটি। দুর্ভোগ নিয়ে চলাচল করছেন লোকজন। এ চিত্র মানিকগঞ্জের হরিরামপুরের লেছড়াগঞ্জ বাজার থেকে যাত্রাপুর গ্রাম হয়ে কান্ঠাপাড়া বাজার সড়কের। অর্ধযুগেরও বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় সড়কটির অবস্থা এখন নাজুক।

সরেজমিনে দেখা যায়, লেছড়াগঞ্জ বাজার থেকে যাত্রাপুর যেতে আন্ধারমানিক গ্রামের বাবু চেয়ারম্যানের বাড়ির সামনে, নেপাল হালদারের বাড়ির সামনের অবস্থা বেহাল। এ ছাড়া সাদেক মাস্টারের বাড়ির সামনে, যাত্রাপুর গ্রামের বাহার উদ্দিনের বাড়ি, মীর জয়েদালীর বাড়ি ও কান্ঠাপাড়া বাজার সংলগ্ন ভান্ডারীর বাড়ির সামনের সড়কও চলাচলের অযোগ্য।

স্থানীয় বাসিন্দা ধীরেন বলেন, লেছড়াগঞ্জ বাজার ও কাণ্ঠাপাড়া বাজারে যাওয়ার দূরত্ব কম বলে ১০-১৫টি গ্রামের মানুষ এ সড়ক ব্যবহার করেন। এ ছাড়া যাত্রাপুর হাইস্কুলে যেতে স্কুল শিক্ষার্থীরা সড়কটি ব্যবহার করে। গর্ভবতী নারীসহ হাসপাতালে যেতে রোগীরা কষ্টে ভোগেন। এত চাপ থাকা সত্ত্বেও রাস্তাটির দিকে কর্তৃপক্ষের নজর নেই। বৃষ্টির সময় অবস্থা বেশি খারাপ হয়েছে এ সড়কের।

হ্যালোবাইকের চালক সামাদ মিয়া বলেন, দীর্ঘদিন ধরে সড়কে চলাচলে সমস্যা হচ্ছে। কিন্তু বৃষ্টি শুরু হওয়ার পর থেকে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। অল্প বৃষ্টিতেই সেই সব গর্তসহ সড়কে পানি জমে যায়। ফলে কোনোটা ছোট গর্ত আর কোথায় বড় গর্ত, তা বোঝার উপায় থাকে না। ঝাঁকুনি খেতে খেতে চলতে হয় পুরো পথ। এ কারণে অনেকে উপজেলা সদর ঘুরে লেছড়াগঞ্জ বাজার যায়।

হরিরামপুর এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, লেছড়াগঞ্জ-কান্ঠাপাড়া বাজার সড়কে রাস্তার কাজের অনুমোদন পাওয়া গেছে। শিগগিরই কাজ শুরু হবে।

হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, ‘লেছড়াগঞ্জ-কান্ঠাপাড়া বাজার সড়কের কাজের দরপত্র হয়ে গেছে। যে কোনো সময় কাজ শুরু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত