Ajker Patrika

ভাতার জন্য বরাদ্দের চেয়ে আবেদন বেশি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১১: ৩৬
ভাতার জন্য বরাদ্দের চেয়ে আবেদন বেশি

মির্জাগঞ্জ উপজেলায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের ভাতার আবেদন বরাদ্দের চেয়ে বেশি পড়েছে। উপজেলায় ভাতার জন্য মোট ৫৫৪টি আবেদন বেশি পড়েছে।

সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় বয়স্ক ভাতা পাওয়ার জন্য ২ হাজার ৭৬৩ জন ও বিধবা ভাতার জন্য ২ হাজার ৮৯ জনের নতুন আবেদন পড়েছে। কিন্তু মির্জাগঞ্জ উপজেলা বয়স্ক ভাতার জন্য বরাদ্দ পেয়েছে ২ হাজার ৭৩৮ ও বিধবা ভাতার জন্য ১ হাজার ৫৬০ জনের। ফলে বরাদ্দের চেয়ে বয়স্ক ভাতায় ২৫ ও বিধবা ভাতায় ৫২৯ জনের আবেদন বেশি পড়েছে।

উপজেলায় আগের ভাতাভোগী আছেন ৯ হাজার ৩০৫ জন। এর মধ্যে বয়স্ক ভাতায় ৫ হাজার ৩০ জন, বিধবা ভাতায় ২ হাজার ৬২৪ জন, প্রতিবন্ধী ভাতায় ১ হাজার ৫৪৭ জন, হিজড়া ও বেদে ভাতায় রয়েছেন ১০৪ জন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘আবেদনগুলো যাচাই-বাছাই চলছে। বয়স্ক ভাতায় আগের অনেক ভাতাভোগী মারা গেছেন, সে ক্ষেত্রে তা সমন্বয় করা যাবে। কিন্তু বিধবা ভাতায় আবেদনকারীদের অপেক্ষমাণ তালিকায় রাখা হবে। বরাদ্দ পেলে তাঁদের ভাতা দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত