Ajker Patrika

ইটের দেখা না পাওয়া সড়ক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৫: ২৬
ইটের দেখা না পাওয়া সড়ক

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দড়িয়াপুর গ্রামের মেঠোপথ এখন পর্যন্ত আধুনিকতার ছোঁয়া পায়নি। কাঁচা রাস্তার কোথাও ইটের ছোঁয়া নেই। সামান্য বৃষ্টি হলেই হাঁটুকাদার সৃষ্টি হয়। পুরো রাস্তার কোথাও কোনো সোলার বাতি নেই। যার কারণে প্রতিদিনই রাতের আঁধারে গ্রামের বিভিন্ন স্থানে চলে মাদক ও জুয়ার আসর।

জনগুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে শতাধিক গ্রামের হাজার হাজার মানুষকে সারা বছরই দুর্ভোগের মধ্যে যাতায়াত করতে হয়। এ বিষয়ে এলাকাবাসী একাধিকবার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেও কোনো লাভ হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দড়িয়াপুর গ্রামের এই রাস্তা দিয়ে প্রতিদিন পাশের চকউজির, প্রান্নাথপুর, চন্ডিপুর, চকবুলাকিসহ শতাধিক গ্রামের মানুষ রাণীনগর বাজারে যাতায়াত করেন। এ ছাড়া কৃষকদের উৎপাদিত সবজিসহ অন্যান্য কৃষিপণ্য নিয়ে বাজারে যেতেও দুর্ভোগের শিকার হতে হয়। চকউজির স্কুল থেকে দড়িয়াপুর গ্রামের মধ্য দিয়ে রাণীনগর কালীবাড়ি বাজার পর্যন্ত এই রাস্তাটি চলে গেছে। ২০০৩ সালে নতুন করে এই রাস্তার অর্থাৎ গ্রামের সামনের দিকে প্রায় ১ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়। এরপর রাস্তায় নতুন করে মাটি দিয়ে উঁচু করা কিংবা ইট বিছানোসহ কোনো কাজই করা হয়নি। ফলে বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই হাঁটুকাদায় পরিণত হয়। এ ছাড়া মাঝেমধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় বৃষ্টির পানি জমে জলাশয়ে পরিণত হয়। এমতাবস্থায় হেঁটে চলা অসম্ভব হয়ে পড়ে।

দড়িয়াপুর গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস লেবু বলেন, ‘আমাদের চলাচলের একমাত্র মেঠো রাস্তা এখন পর্যন্ত ইটের ছোঁয়া পায়নি। বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন যেন সরকারপ্রধান দ্রুত এই গ্রামীণ মেঠোপথকে আধুনিক রাস্তায় পরিণত করতে পদক্ষেপ গ্রহণ করেন।’

ওই গ্রামের প্রবীণ ব্যক্তি শিক্ষক আমজাদ হোসেন মাস্টার বলেন, ‘গ্রামটি সীমান্তবর্তী হওয়ায় গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তির সহায়তায় নানা অপকর্মের অভয়ারণ্যে পরিণত হয়েছে রাস্তাটি। আমি বহুবার পুলিশ প্রশাসনসহ সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন মহলকে গ্রামের এমন পরিস্থিতির বিষয়টি লিখিতভাবে জানিয়েছিলাম। কিন্তু কোনো লাভ হয়নি।’

সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু বলেন, এই রাস্তার সার্বিক তথ্য আমার জানা। কিন্তু রাস্তাটি আধুনিক করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন, তার জোগান দেওয়া ইউনিয়ন পরিষদের পক্ষে সম্ভব নয়। উপজেলা প্রশাসন চাইলে রাস্তাটি প্রকল্প আকারে বরাদ্দ নিয়ে আসতে পারে।

এ বিষয়ে ইউএনও শ্রাবণী রায়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত