মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবৈধভাবে খাল ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব খাল দখল করছে বলে জানা গেছে। এতে কৃষকেরা জমিতে পানি দিতে না পারায় ফসল উৎপাদন হুমকির মুখে পড়েছে।
কয়েক বছর ধরে খাল দখল চলছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার খালগুলোর বিভিন্ন অংশের ওপর আড়াআড়িভাবে স্থানীয় লোকজন বাসা-বাড়ির অংশ বিশেষ, বাঁশের সাঁকো ও পাকা সেতু নির্মাণ করেছেন। ১৬ কিলোমিটার দীর্ঘ ও ১০০ ফুট চওড়া মতলব-বাবুরহাট খালের ওপরই নির্মিত হয়েছে শতাধিক সেতু। এ ছাড়া সেখানকার বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের অংশে সহস্রাধিক দোকানপাট নির্মাণ করেছেন স্থানীয় লোকজন। এক-দেড় শ লোক ওই খাল দখল করেছেন। বাকি খালগুলোরও কিছু অংশ দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়া হয়েছে। এতে এসব খালে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এসব খালে বর্ষাতেও নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। প্রস্থ কমতে কমতে অনেক স্থানে বিলিনের পথে অনেক খাল। এ ছাড়া বেশ কয়েকটি খাল দখল করে দোকান ও সেতু নির্মাণ করছেন স্থানীয় প্রভাবশালী মহল। ফলে হুমকিতে রয়েছে এসব খালের অস্তিত্ব। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।
উপজেলা ভূমি ও মৎস্য অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় ১৮টি খাল রয়েছে। এগুলো হলো তেলী মাছুয়াখাল, কাশিমপুর-পুরণ, নারায়ণপুর, নলুয়া, চরপাথালিয়া, দিঘলদী, দূরগাঁও লক্ষ্মীপুর, সাড়পাড়, নাগদা, পুটিয়া, লামচরী, শাহাপুর, টেমাই, ধনারপাড়, বোয়ালজুড়ি, করবন্দ, বাইশপুর ও মতলব-বাবুরহাট খাল। এসব খাল ব্রিটিশ আমলের। এগুলো সরকারি খাস খতিয়ানভুক্ত।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, দু-তিন বছর ধরে উপজেলার চরপাথালিয়া, নলুয়া, দিঘলদী, দূরগাঁও, ধনারপাড়, বাইশপুর ও মতলব-বাবুরহাট খালের বেশ কিছু অংশ বেদখল হয়ে আছে। এসব খালের ১০-১২ ফুট পাড়ের অংশ দখল করে অবৈধভাবে ঘর-বাড়ির অংশ, দোকান ও সেতু নির্মাণ করেছেন স্থানীয় লোকজন।
মুন্সীরহাট এলাকার বাসিন্দা আমজাদ আখন্দ বলেন, জীবিকার স্বার্থে খালের পাড়ে অনেকে দোকান দিয়েছেন। তবে অসাবধানতাবশত দোকানের কিছু অংশ খালের ভেতর ঢুকে গেছে। ইচ্ছাকৃতভাবে খাল দখল করেননি।
মতলব সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক অশোক কুমার রায় বলেন, খাল বা নদী দখল হলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। হুমকিতে থাকে জীববৈচিত্র্য। খাল দখলের এই অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হওয়া উচিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক বলেন, অবৈধভাবে খাল দখলকারীদের তালিকা তৈরি করা হয়েছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকেও (পাউবো) বিষয়টি জানানো হয়েছে। পাউবোর সঙ্গে কথা বলে দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবৈধভাবে খাল ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব খাল দখল করছে বলে জানা গেছে। এতে কৃষকেরা জমিতে পানি দিতে না পারায় ফসল উৎপাদন হুমকির মুখে পড়েছে।
কয়েক বছর ধরে খাল দখল চলছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার খালগুলোর বিভিন্ন অংশের ওপর আড়াআড়িভাবে স্থানীয় লোকজন বাসা-বাড়ির অংশ বিশেষ, বাঁশের সাঁকো ও পাকা সেতু নির্মাণ করেছেন। ১৬ কিলোমিটার দীর্ঘ ও ১০০ ফুট চওড়া মতলব-বাবুরহাট খালের ওপরই নির্মিত হয়েছে শতাধিক সেতু। এ ছাড়া সেখানকার বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের অংশে সহস্রাধিক দোকানপাট নির্মাণ করেছেন স্থানীয় লোকজন। এক-দেড় শ লোক ওই খাল দখল করেছেন। বাকি খালগুলোরও কিছু অংশ দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়া হয়েছে। এতে এসব খালে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এসব খালে বর্ষাতেও নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। প্রস্থ কমতে কমতে অনেক স্থানে বিলিনের পথে অনেক খাল। এ ছাড়া বেশ কয়েকটি খাল দখল করে দোকান ও সেতু নির্মাণ করছেন স্থানীয় প্রভাবশালী মহল। ফলে হুমকিতে রয়েছে এসব খালের অস্তিত্ব। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।
উপজেলা ভূমি ও মৎস্য অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় ১৮টি খাল রয়েছে। এগুলো হলো তেলী মাছুয়াখাল, কাশিমপুর-পুরণ, নারায়ণপুর, নলুয়া, চরপাথালিয়া, দিঘলদী, দূরগাঁও লক্ষ্মীপুর, সাড়পাড়, নাগদা, পুটিয়া, লামচরী, শাহাপুর, টেমাই, ধনারপাড়, বোয়ালজুড়ি, করবন্দ, বাইশপুর ও মতলব-বাবুরহাট খাল। এসব খাল ব্রিটিশ আমলের। এগুলো সরকারি খাস খতিয়ানভুক্ত।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, দু-তিন বছর ধরে উপজেলার চরপাথালিয়া, নলুয়া, দিঘলদী, দূরগাঁও, ধনারপাড়, বাইশপুর ও মতলব-বাবুরহাট খালের বেশ কিছু অংশ বেদখল হয়ে আছে। এসব খালের ১০-১২ ফুট পাড়ের অংশ দখল করে অবৈধভাবে ঘর-বাড়ির অংশ, দোকান ও সেতু নির্মাণ করেছেন স্থানীয় লোকজন।
মুন্সীরহাট এলাকার বাসিন্দা আমজাদ আখন্দ বলেন, জীবিকার স্বার্থে খালের পাড়ে অনেকে দোকান দিয়েছেন। তবে অসাবধানতাবশত দোকানের কিছু অংশ খালের ভেতর ঢুকে গেছে। ইচ্ছাকৃতভাবে খাল দখল করেননি।
মতলব সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক অশোক কুমার রায় বলেন, খাল বা নদী দখল হলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। হুমকিতে থাকে জীববৈচিত্র্য। খাল দখলের এই অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হওয়া উচিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক বলেন, অবৈধভাবে খাল দখলকারীদের তালিকা তৈরি করা হয়েছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকেও (পাউবো) বিষয়টি জানানো হয়েছে। পাউবোর সঙ্গে কথা বলে দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪