Ajker Patrika

শেরপুরে বিশ্ব ডায়াবেটিস দিবসে সভা ও শোভাযাত্রা

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২০: ০৪
শেরপুরে বিশ্ব ডায়াবেটিস দিবসে সভা ও শোভাযাত্রা

‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ ও ‘ডায়াবেটিস করলে নিয়ন্ত্রণ থাকবে ভালো দুই নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত রোববার সকালে শেরপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে শহরের মাধবপুরস্থ ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে এক র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ। এ সময় তিনি বলেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতক। সময়মতো এ রোগের চিকিৎসা শুরু না করলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। তাই ডায়াবেটিস রোধে ও নিয়ন্ত্রণে রাখতে শৃঙ্খল জীবনযাপনের বিকল্প নেই।

শেরপুর জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার আলোচনা সভায় সভাপতিত্ব করনে। সভায় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু প্রমুখ। অনুষ্ঠানে ডায়াবেটিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত