ময়মনসিংহ ও গৌরীপুর প্রতিনিধি
চতুর্থ ধাপে ময়মনসিংহের গৌরীপুর ও তারাকান্দার ২০ ইউনিয়ন পরিষদে (ইউপি) কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দেন ভোটাররা। এদিন নারী ভোটের উপস্থিতি ছিল বেশি। গতকাল রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। দুই উপজেলায় ভিন্ন অভিযোগে তিনজনকে আটক করা হয়ে।
সকাল থেকে সরেজমিন গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউপিতে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। ভাংনামারী চর ইউপির ভোটাররা দাবি করেন, কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। সকলেই সুষ্ঠু, সুন্দর পরিবেশে ভোট দিয়েছেন। ভোটাররা বলছেন, অন্যান্য নির্বাচনের চেয়ে এবার ভোটারদের আগ্রহ বেড়েছে।
ভাংনামারী ইউনিয়নের নাপ্তের আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা নাসিমা আক্তার বলেন, ‘সকালে খাওয়া-দাওয়া করে ভোট দিতে আসছি। কিন্তু দুপুর হয়ে গেলেও ভোট দিতে পারিনি বেশি ভোটারের কারণে। ভোট দিয়েই বাড়িতে যাব। তবে মানুষের জন্য কাজ করবে এমন প্রার্থীকেই আমি ভোট দিয়েছি।’
ওই কেন্দ্রেই ভোট দিতে আসা হেনা আক্তার বলেন, ‘এবার যে পরিমাণ ভোটার ভোট দিতে আসছে, গত ৮ থেকে ১০ বছরেও এত মানুষকে ভোট দিতে দেখিনি।’
নাতির সঙ্গে ভ্যান গাড়িতে করে ভোট দিতে এসেছিলেন শতবর্ষী জাহেরা বেগম। তিনি বলেন, ‘এই ভোটটাই মনে হয় আমার জীবনের শেষ ভোট। জীবনের শেষ ভোট যেন কাজে লাগে।’
এদিকে মনাটি গলাকান্দা মাদ্রাসা কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে ‘জাল ভোট’ দেওয়ার ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় পুলিশ ও বিজিবির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া ওই উপজেলার রামগোপালপুর ইউপির পুম্বাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে আটকের পর ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, দুই একটি ছোট ঘটনা ছাড়া সুন্দরভাবে ভোট সম্পন্ন হয়েছে।
সূত্র জানায়, গৌরীপুরের ৯৯টি কেন্দ্রের মধ্যে ৪৮টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। নির্বাচনে পুলিশ, বিজিবি ও আনসার সদস্য ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করে র্যাব। উপজেলার ১০ ইউপিতে চেয়ারম্যান পদে ৬০ জন, সাধারণ সদস্য পদে ৪০৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
অপরদিকে জেলার তারাকান্দার বানিহালা ইউপির মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে নৌকার সমর্থকদের জোর করে ভোট দেওয়ার অপরাধে দুজনকে আটক করে র্যাব-১৪। এ ছাড়া অন্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ওই উপজেলার ১০টি ইউপির মধ্যে তারাকান্দা, গালাগাঁও, কাকনী ও ঢাকুয়ায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। চেয়ারম্যান পদে ৬৩ জন, সাধারণ সদস্য পদে ৪১৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারোয়ার বলেন, তুচ্ছ ঘটনা ছাড়া প্রশাসনের সার্বিক ভূমিকায় নির্বাচন সম্পন্ন হয়েছে।
পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মাঠে সার্বক্ষণিক পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সদস্যরা কাজ করে। ফলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
চতুর্থ ধাপে ময়মনসিংহের গৌরীপুর ও তারাকান্দার ২০ ইউনিয়ন পরিষদে (ইউপি) কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দেন ভোটাররা। এদিন নারী ভোটের উপস্থিতি ছিল বেশি। গতকাল রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। দুই উপজেলায় ভিন্ন অভিযোগে তিনজনকে আটক করা হয়ে।
সকাল থেকে সরেজমিন গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউপিতে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। ভাংনামারী চর ইউপির ভোটাররা দাবি করেন, কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। সকলেই সুষ্ঠু, সুন্দর পরিবেশে ভোট দিয়েছেন। ভোটাররা বলছেন, অন্যান্য নির্বাচনের চেয়ে এবার ভোটারদের আগ্রহ বেড়েছে।
ভাংনামারী ইউনিয়নের নাপ্তের আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা নাসিমা আক্তার বলেন, ‘সকালে খাওয়া-দাওয়া করে ভোট দিতে আসছি। কিন্তু দুপুর হয়ে গেলেও ভোট দিতে পারিনি বেশি ভোটারের কারণে। ভোট দিয়েই বাড়িতে যাব। তবে মানুষের জন্য কাজ করবে এমন প্রার্থীকেই আমি ভোট দিয়েছি।’
ওই কেন্দ্রেই ভোট দিতে আসা হেনা আক্তার বলেন, ‘এবার যে পরিমাণ ভোটার ভোট দিতে আসছে, গত ৮ থেকে ১০ বছরেও এত মানুষকে ভোট দিতে দেখিনি।’
নাতির সঙ্গে ভ্যান গাড়িতে করে ভোট দিতে এসেছিলেন শতবর্ষী জাহেরা বেগম। তিনি বলেন, ‘এই ভোটটাই মনে হয় আমার জীবনের শেষ ভোট। জীবনের শেষ ভোট যেন কাজে লাগে।’
এদিকে মনাটি গলাকান্দা মাদ্রাসা কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে ‘জাল ভোট’ দেওয়ার ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় পুলিশ ও বিজিবির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া ওই উপজেলার রামগোপালপুর ইউপির পুম্বাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে আটকের পর ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, দুই একটি ছোট ঘটনা ছাড়া সুন্দরভাবে ভোট সম্পন্ন হয়েছে।
সূত্র জানায়, গৌরীপুরের ৯৯টি কেন্দ্রের মধ্যে ৪৮টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। নির্বাচনে পুলিশ, বিজিবি ও আনসার সদস্য ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করে র্যাব। উপজেলার ১০ ইউপিতে চেয়ারম্যান পদে ৬০ জন, সাধারণ সদস্য পদে ৪০৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
অপরদিকে জেলার তারাকান্দার বানিহালা ইউপির মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে নৌকার সমর্থকদের জোর করে ভোট দেওয়ার অপরাধে দুজনকে আটক করে র্যাব-১৪। এ ছাড়া অন্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ওই উপজেলার ১০টি ইউপির মধ্যে তারাকান্দা, গালাগাঁও, কাকনী ও ঢাকুয়ায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। চেয়ারম্যান পদে ৬৩ জন, সাধারণ সদস্য পদে ৪১৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারোয়ার বলেন, তুচ্ছ ঘটনা ছাড়া প্রশাসনের সার্বিক ভূমিকায় নির্বাচন সম্পন্ন হয়েছে।
পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মাঠে সার্বক্ষণিক পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সদস্যরা কাজ করে। ফলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪