Ajker Patrika

শান্তিতে ভোট, বিপুল ভোটার

ময়মনসিংহ ও গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৩
শান্তিতে ভোট, বিপুল ভোটার

চতুর্থ ধাপে ময়মনসিংহের গৌরীপুর ও তারাকান্দার ২০ ইউনিয়ন পরিষদে (ইউপি) কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দেন ভোটাররা। এদিন নারী ভোটের উপস্থিতি ছিল বেশি। গতকাল রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। দুই উপজেলায় ভিন্ন অভিযোগে তিনজনকে আটক করা হয়ে।

সকাল থেকে সরেজমিন গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউপিতে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। ভাংনামারী চর ইউপির ভোটাররা দাবি করেন, কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। সকলেই সুষ্ঠু, সুন্দর পরিবেশে ভোট দিয়েছেন। ভোটাররা বলছেন, অন্যান্য নির্বাচনের চেয়ে এবার ভোটারদের আগ্রহ বেড়েছে।

ভাংনামারী ইউনিয়নের নাপ্তের আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা নাসিমা আক্তার বলেন, ‘সকালে খাওয়া-দাওয়া করে ভোট দিতে আসছি। কিন্তু দুপুর হয়ে গেলেও ভোট দিতে পারিনি বেশি ভোটারের কারণে। ভোট দিয়েই বাড়িতে যাব। তবে মানুষের জন্য কাজ করবে এমন প্রার্থীকেই আমি ভোট দিয়েছি।’

ওই কেন্দ্রেই ভোট দিতে আসা হেনা আক্তার বলেন, ‘এবার যে পরিমাণ ভোটার ভোট দিতে আসছে, গত ৮ থেকে ১০ বছরেও এত মানুষকে ভোট দিতে দেখিনি।’

নাতির সঙ্গে ভ্যান গাড়িতে করে ভোট দিতে এসেছিলেন শতবর্ষী জাহেরা বেগম। তিনি বলেন, ‘এই ভোটটাই মনে হয় আমার জীবনের শেষ ভোট। জীবনের শেষ ভোট যেন কাজে লাগে।’

এদিকে মনাটি গলাকান্দা মাদ্রাসা কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে ‘জাল ভোট’ দেওয়ার ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় পুলিশ ও বিজিবির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া ওই উপজেলার রামগোপালপুর ইউপির পুম্বাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে আটকের পর ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, দুই একটি ছোট ঘটনা ছাড়া সুন্দরভাবে ভোট সম্পন্ন হয়েছে।

সূত্র জানায়, গৌরীপুরের ৯৯টি কেন্দ্রের মধ্যে ৪৮টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। নির্বাচনে পুলিশ, বিজিবি ও আনসার সদস্য ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করে র‍্যাব। উপজেলার ১০ ইউপিতে চেয়ারম্যান পদে ৬০ জন, সাধারণ সদস্য পদে ৪০৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

অপরদিকে জেলার তারাকান্দার বানিহালা ইউপির মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে নৌকার সমর্থকদের জোর করে ভোট দেওয়ার অপরাধে দুজনকে আটক করে র‍্যাব-১৪। এ ছাড়া অন্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ওই উপজেলার ১০টি ইউপির মধ্যে তারাকান্দা, গালাগাঁও, কাকনী ও ঢাকুয়ায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। চেয়ারম্যান পদে ৬৩ জন, সাধারণ সদস্য পদে ৪১৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারোয়ার বলেন, তুচ্ছ ঘটনা ছাড়া প্রশাসনের সার্বিক ভূমিকায় নির্বাচন সম্পন্ন হয়েছে।

পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মাঠে সার্বক্ষণিক পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যরা কাজ করে। ফলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত