Ajker Patrika

জানা অজানা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২: ২৯
জানা অজানা

  • বাবা তাঁকে লক্ষ্মী বলে ডাকতেন। পারিবারিক নাম ছিল হেমা। বাবার ‘ভাব বন্ধন’ নাটকের ‘লতিকা’ চরিত্রে প্রভাবিত হয়ে নাম বদলে রাখা হয় লতা।
  • প্রথম দিন স্কুলে গিয়েই অন্য বাচ্চাদের গান শিখিয়েছিলেন লতা। সে কারণে শিক্ষকের কাছে বকা খাওয়ায় পরের দিন থেকে স্কুল যাওয়াই বন্ধ করে দিয়েছিলেন তিনি।
  • যখন বাবা মারা যান লতার বয়স তখন মাত্র ১৩। পুরো পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন লতা।
  • মঞ্চে গান গেয়ে জীবনের প্রথম উপার্জন ছিল ২৫ টাকা।
  • ১৯৪২ সালে মারাঠি সিনেমা ‘কিতি হসাল’-এ প্রথম প্লেব্যাক করেন লতা।
  • ১৯৪৯ সালে প্রথম হিট হয় লতার গাওয়া গান ‘আয়েগা আনেওয়ালা’।
  • এমনও দিন গেছে, শুধু পানি খেয়ে সারা দিন রেকর্ডিং করেছেন। সারাক্ষণ মাথায় ঘুরত—যেভাবেই হোক নিজের পরিবারের পাশে দাঁড়াতে হবে।
  • লতাকে বিষ দিয়ে মারার চেষ্টাও হয়েছিল। পরিবারের কেউ এ কাজ করেছিলেন। কিন্তু প্রমাণ না থাকায় এ নিয়ে কথা বাড়াননি তিনি।
  • জানা যায়, ভরপেট খাওয়া বা আইসক্রিম কোনোটাই গলার জন্য খেতেন না লতা।
  • ‘আনন্দঘন’ ছদ্মনামে মারাঠি গানের সংগীত পরিচালনাও করেছেন তিনি।
  • ১৯৯৯-২০০৫ পর্যন্ত তিনি রাজ্যসভায় সংসদ সদস্য ছিলেন।
  • সবচেয়ে বেশি গান রেকর্ড করায় ১৯৭৪ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছিল লতার।
  • লতা মঙ্গেশকর সর্বশেষ ২০১৫ সালে গান রেকর্ড করেছিলেন।

 

লতা মঙ্গেশকর সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত