Ajker Patrika

নবজাতক ফেলে গেলেন মা দত্তক নিতে থানায় ঝগড়া

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১০: ৫৪
নবজাতক ফেলে গেলেন মা  দত্তক নিতে থানায় ঝগড়া

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের রেলওয়ে স্টেশন সংলগ্ন কবরস্থান এলাকা। গত বুধবার বিকেলে এক মানসিক ভারসাম্যহীন নারী মেয়ে শিশু প্রসব করেন। এরপর পর কোথাও চলে যান। আর নবজাতকের কান্না শুনে সেখানে ছুটে যান দুই নারী। শিশুটিকে পেতে শুরু হয় দুজনের কাড়াকাড়ি। একপর্যায়ে হাজির আরেক নারী। তিনিও শিশুটিকে দত্তক নিতে চান। এ নিয়ে তিনজনের বচসা। অনেক মানুষের জটলা। পরে নবজাতককে নেওয়া হয় রেলওয়ে থানায়। সেখান থেকে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, নবজাতক সুস্থ আছে। তবে তাকে লালন পালনের দায়িত্ব কে পাবেন, তা সুরাহা হবে আদালতে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌর কবরস্থানের সামনের ঝোপের পাশে মানসিক ভারসাম্যহীন ওই নারী প্রসব ব্যথায় ছটফট করছিলেন। কিছুক্ষণ পর তিনি মেয়ে শিশুর জন্ম দেন। এরপর শিশুটিকে সেখানে ফেলে রেখে চলে যান। বিষয়টি সেখানে থাকা সরুজ নাহার ও চা বিক্রেতা জাকিয়া বেগমের নজরে আসে। তাঁরা শিশুটিকে দত্তক হিসেবে নিতে চান। দুজনে শিশুটিকে নিয়ে কাড়াকাড়ি শুরু করেন। একপর্যায়ে কমলপুর নিউটাউন এলাকার শারমিন বেগম নামের আরেক এক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি শিশুটিকে রেলওয়ে থানায় নিয়ে যান। সেখানে তিন নারীই শিশুটির লালন পালনের দায়িত্ব নেওয়া বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ নিয়ে তিনজনের মধ্যে ঝগড়া শুরু হয়। পরে রেলওয়ে পুলিশ নবজাতকটিকে নিয়ে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, নবজাতক সুস্থ আছে। পরে তাকে হাসপাতালের নারী ও শিশু ওয়ার্ডে ভর্তি রাখা হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহম্মদ বিশ্বাস বলেন, শিশুটির মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান সবুজ বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশুটিকে দত্তক নিতে বেশ কয়েকজন যোগাযোগ করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুরশিদ আলম বলেন, কে শিশুটিকে লালন পালনের জন্য নিতে পারবেন, তা আদালতের মাধ্যমে তা নির্ধারণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত