Ajker Patrika

আজ ‘স্বপ্নপূরী’র প্রতিষ্ঠাবার্ষিকী

খুলনা প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৭: ০৭
আজ ‘স্বপ্নপূরী’র প্রতিষ্ঠাবার্ষিকী

খুলনায় সুবিধাবঞ্চিত শিশু ও নারীর আস্থার ঠিকানা হচ্ছে ‘স্বপ্নপূরী’। নানা চড়াই উতরাই পার হয়ে এগিয়ে চলছে সংগঠনটি। বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটা সহ নানা আয়োজনে আজ পালিত হবে সংগঠনটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী।

সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষার ব্যবস্থা ও একাধিক পরিবারের কর্মসংস্থান সৃষ্টি করছে। বিশেষ করে স্বামী পরিত্যক্ত ও বিধবা নারীদের কর্মসংস্থানে সহায়ক ভূমিকা রেখেছে। এসব পরিবারের সদস্যরা জানিয়েছেন, একসময় অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। সেই যন্ত্রণা থেকে উদ্ধার করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা এম সাইফুল ইসলাম। তার সহযোগিতায় একটু একটু করে স্বনির্ভর হয়ে উঠছেন তারা।

এম সাইফুল ইসলাম বলেন, ‘ছোট থেকে দেখেছি প্রকৃতির সঙ্গে লড়াই করে মানুষের বেঁচে থাকার দৃশ্য। ছোটবেলায় কাছ থেকে উপলব্ধি করেছি দুর্যোগে অসহায় মানুষের আর্তনাদ। তখন সংকল্প ছিল সমাজের অসহায় মানুষদের জন্য কিছু করার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত