বাংলাদেশের মঞ্চ ও টিভি নাটকে উল্লেখযোগ্য নাম খালেদ খান। যুবরাজ নামেই যিনি স্মরণীয় হয়ে আছেন। ‘রূপনগর’ ধারাবাহিকে তাঁর মুখে উচ্চারিত সংলাপ ‘ছি ছি ছি তুমি এত খারাপ’ এখনো আওড়ান অনেকে। এই নির্দেশক ও অভিনেতা মঞ্চনাটকে যাত্রা শুরু করেন নাগরিক নাট্য সম্প্রদায়ের হাত ধরে। ‘দেওয়ান গাজীর কিস্সা’, ‘নূরলদীনের সারাজীবন’, ‘গ্যালিলিও’ নাটকগুলোতে অভিনয় ছাড়াও অসংখ্য নাটকের নির্দেশনা দিয়েছেন খালেদ খান। দীর্ঘদিন মোটর নিউরন সমস্যায় ভুগে মাত্র ৫৭ বছর বয়সে ২০১৩ সালের ২০ ডিসেম্বর মারা যান যুবরাজ।
যুবরাজের সহধর্মিণী মিতা হক। রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে তিনি বাংলাদেশ শুধু নয়, পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয়। তাঁর এককভাবে মুক্তি পাওয়া ২৪টি রবীন্দ্রসংগীতের অ্যালবাম আছে। এর মধ্যে ১৪টি প্রকাশ হয়েছে ভারত থেকে, ১০টি বাংলাদেশ থেকে। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে। একসময় ছায়ানটের রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন মিতা হক। গত বছরের ১১ এপ্রিল প্রয়াত হন তিনি।
খালেদ খান ও মিতা হক—এই দুই প্রখ্যাত শিল্পীর স্মরণে বরাদ্দ রাখা হয়েছে আজকের সন্ধ্যাটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ আয়োজন করা হয়েছে ‘মিতা যুবরাজ উৎসব’। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। অভিনয়, আবৃত্তি, নৃত্য আর গানে গানে স্মরণ করা হবে এ দুই কিংবদন্তিকে।
খালেদ খান ও মিতা হক দম্পতির মেয়ে রবীন্দ্রসংগীতশিল্পী ফারহিন খান জয়িতা জানিয়েছেন, অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, সুবর্ণা মুস্তাফা ও আসাদুজ্জামান নূর। নৃত্য পরিবেশন করবেন র্যাচেল প্রিয়াংকা, সামিনা হোসেন প্রেমা ও কস্তুরী মুখার্জি। গান গাইবেন আরিফ বাউল ও গানের দল সুরতীর্থ। ‘আবছায়ায় যুবরাজ’ নামে নাটকও মঞ্চস্থ হবে এ আয়োজনে। মাসুম রেজার রচনা ও মোস্তাফিজ শাহীনের নির্দেশনায় এ নাটকে অভিনয় করবেন ইন্তেখাব দিনার, রওনক হাসান, ত্রপা মজুমদার ও জ্যোতি সিনহা।
উৎসবের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, মফিদুল হক, রতন সিদ্দিকী, বুলবুল ইসলাম ও লাইসা আহমেদ লিসা। আজ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে ‘মিতা যুবরাজ উৎসব’।
বাংলাদেশের মঞ্চ ও টিভি নাটকে উল্লেখযোগ্য নাম খালেদ খান। যুবরাজ নামেই যিনি স্মরণীয় হয়ে আছেন। ‘রূপনগর’ ধারাবাহিকে তাঁর মুখে উচ্চারিত সংলাপ ‘ছি ছি ছি তুমি এত খারাপ’ এখনো আওড়ান অনেকে। এই নির্দেশক ও অভিনেতা মঞ্চনাটকে যাত্রা শুরু করেন নাগরিক নাট্য সম্প্রদায়ের হাত ধরে। ‘দেওয়ান গাজীর কিস্সা’, ‘নূরলদীনের সারাজীবন’, ‘গ্যালিলিও’ নাটকগুলোতে অভিনয় ছাড়াও অসংখ্য নাটকের নির্দেশনা দিয়েছেন খালেদ খান। দীর্ঘদিন মোটর নিউরন সমস্যায় ভুগে মাত্র ৫৭ বছর বয়সে ২০১৩ সালের ২০ ডিসেম্বর মারা যান যুবরাজ।
যুবরাজের সহধর্মিণী মিতা হক। রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে তিনি বাংলাদেশ শুধু নয়, পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয়। তাঁর এককভাবে মুক্তি পাওয়া ২৪টি রবীন্দ্রসংগীতের অ্যালবাম আছে। এর মধ্যে ১৪টি প্রকাশ হয়েছে ভারত থেকে, ১০টি বাংলাদেশ থেকে। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে। একসময় ছায়ানটের রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন মিতা হক। গত বছরের ১১ এপ্রিল প্রয়াত হন তিনি।
খালেদ খান ও মিতা হক—এই দুই প্রখ্যাত শিল্পীর স্মরণে বরাদ্দ রাখা হয়েছে আজকের সন্ধ্যাটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ আয়োজন করা হয়েছে ‘মিতা যুবরাজ উৎসব’। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। অভিনয়, আবৃত্তি, নৃত্য আর গানে গানে স্মরণ করা হবে এ দুই কিংবদন্তিকে।
খালেদ খান ও মিতা হক দম্পতির মেয়ে রবীন্দ্রসংগীতশিল্পী ফারহিন খান জয়িতা জানিয়েছেন, অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, সুবর্ণা মুস্তাফা ও আসাদুজ্জামান নূর। নৃত্য পরিবেশন করবেন র্যাচেল প্রিয়াংকা, সামিনা হোসেন প্রেমা ও কস্তুরী মুখার্জি। গান গাইবেন আরিফ বাউল ও গানের দল সুরতীর্থ। ‘আবছায়ায় যুবরাজ’ নামে নাটকও মঞ্চস্থ হবে এ আয়োজনে। মাসুম রেজার রচনা ও মোস্তাফিজ শাহীনের নির্দেশনায় এ নাটকে অভিনয় করবেন ইন্তেখাব দিনার, রওনক হাসান, ত্রপা মজুমদার ও জ্যোতি সিনহা।
উৎসবের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, মফিদুল হক, রতন সিদ্দিকী, বুলবুল ইসলাম ও লাইসা আহমেদ লিসা। আজ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে ‘মিতা যুবরাজ উৎসব’।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫