ড. এ এন এম মাসউদুর রহমান
আল্লাহর ওপর ভরসা করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ এমন মানুষকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর কাজকর্মে তাদের সঙ্গে পরামর্শ করো।এরপর যখন সংকল্প করবে, তখন আল্লাহর ওপর ভরসা করবে। নিশ্চয়ই আল্লাহ তাঁর ওপর ভরসাকারীদের ভালোবাসেন।’ (আলে-ইমরান: ১৫৯)
আল্লাহ সব কাজের ক্ষমতা রাখেন এবং সবকিছুর মালিক। তিনি বলেন, ‘যে আল্লাহর ওপর ভরসা করে, তবে তো আল্লাহ নিশ্চয়ই পরাক্রমশালী, প্রজ্ঞাবান।’ (সুরা আনফাল: ৪৯)। আল্লাহর ওপর ভরসাকারীরা সত্যানুরাগী হয়ে থাকেন। আল্লাহ বলেন, ‘অতএব আল্লাহর ওপর ভরসা করো; কারণ তুমি সুস্পষ্ট সত্যের ওপর অধিষ্ঠিত আছো।’ (সুরা নামল: ৭৯)
আল্লাহ নিজেই তাঁর ওপর ভরসাকারীর দায়িত্ব নিয়ে নেন। তিনি বলেন ‘আর যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তাঁর উদ্দেশ্য পূর্ণ করবেনই।’ (সুরা তালাক: ৩)।
এরপরও কত মানুষ বিভিন্ন সৃষ্টির কাছে সম্পদ, সন্তান অথবা দুনিয়ার কোনো কল্যাণ কামনা করে থাকে। বিভিন্ন মাজারে গিয়ে মনোবাসনা পূরণের জন্য মানত করে। অথচ ওই মাজারে যিনি শায়িত আছেন, তিনিই হয়তো বিভিন্ন পরীক্ষার মধ্যে লিপ্ত আছেন। তাই এসব কাজ করা থেকে বিরত থাকা এবং আল্লাহর ওপর ভরসা করা উচিত।
আল্লাহর ওপর ভরসা করার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাঁর ওপর নির্ভরশীল বান্দাদের অগণিত রুটি-রুজি দেন, পার্থিব সব সমস্যার সমাধান করেন এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দেন ও তাদের মর্যাদা সুউচ্চ করেন। মহানবী (সা.) বলেন, ‘তোমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহর ওপর নির্ভরশীল হতে, তাহলে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয়, সেভাবে তোমাদেরও রিজিক দেওয়া হতো। এরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে।’ (তিরমিজি)
লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
আল্লাহর ওপর ভরসা করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ এমন মানুষকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর কাজকর্মে তাদের সঙ্গে পরামর্শ করো।এরপর যখন সংকল্প করবে, তখন আল্লাহর ওপর ভরসা করবে। নিশ্চয়ই আল্লাহ তাঁর ওপর ভরসাকারীদের ভালোবাসেন।’ (আলে-ইমরান: ১৫৯)
আল্লাহ সব কাজের ক্ষমতা রাখেন এবং সবকিছুর মালিক। তিনি বলেন, ‘যে আল্লাহর ওপর ভরসা করে, তবে তো আল্লাহ নিশ্চয়ই পরাক্রমশালী, প্রজ্ঞাবান।’ (সুরা আনফাল: ৪৯)। আল্লাহর ওপর ভরসাকারীরা সত্যানুরাগী হয়ে থাকেন। আল্লাহ বলেন, ‘অতএব আল্লাহর ওপর ভরসা করো; কারণ তুমি সুস্পষ্ট সত্যের ওপর অধিষ্ঠিত আছো।’ (সুরা নামল: ৭৯)
আল্লাহ নিজেই তাঁর ওপর ভরসাকারীর দায়িত্ব নিয়ে নেন। তিনি বলেন ‘আর যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তাঁর উদ্দেশ্য পূর্ণ করবেনই।’ (সুরা তালাক: ৩)।
এরপরও কত মানুষ বিভিন্ন সৃষ্টির কাছে সম্পদ, সন্তান অথবা দুনিয়ার কোনো কল্যাণ কামনা করে থাকে। বিভিন্ন মাজারে গিয়ে মনোবাসনা পূরণের জন্য মানত করে। অথচ ওই মাজারে যিনি শায়িত আছেন, তিনিই হয়তো বিভিন্ন পরীক্ষার মধ্যে লিপ্ত আছেন। তাই এসব কাজ করা থেকে বিরত থাকা এবং আল্লাহর ওপর ভরসা করা উচিত।
আল্লাহর ওপর ভরসা করার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাঁর ওপর নির্ভরশীল বান্দাদের অগণিত রুটি-রুজি দেন, পার্থিব সব সমস্যার সমাধান করেন এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দেন ও তাদের মর্যাদা সুউচ্চ করেন। মহানবী (সা.) বলেন, ‘তোমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহর ওপর নির্ভরশীল হতে, তাহলে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয়, সেভাবে তোমাদেরও রিজিক দেওয়া হতো। এরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে।’ (তিরমিজি)
লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪