Ajker Patrika

আল্লাহর ওপর ভরসা করার গুরুত্ব

ড. এ এন এম মাসউদুর রহমান
আল্লাহর ওপর ভরসা করার গুরুত্ব

আল্লাহর ওপর ভরসা করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ এমন মানুষকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর কাজকর্মে তাদের সঙ্গে পরামর্শ করো।এরপর যখন সংকল্প করবে, তখন আল্লাহর ওপর ভরসা করবে। নিশ্চয়ই আল্লাহ তাঁর ওপর ভরসাকারীদের ভালোবাসেন।’ (আলে-ইমরান: ১৫৯)

আল্লাহ সব কাজের ক্ষমতা রাখেন এবং সবকিছুর মালিক। তিনি বলেন, ‘যে আল্লাহর ওপর ভরসা করে, তবে তো আল্লাহ নিশ্চয়ই পরাক্রমশালী, প্রজ্ঞাবান।’ (সুরা আনফাল: ৪৯)। আল্লাহর ওপর ভরসাকারীরা সত্যানুরাগী হয়ে থাকেন। আল্লাহ বলেন, ‘অতএব আল্লাহর ওপর ভরসা করো; কারণ তুমি সুস্পষ্ট সত্যের ওপর অধিষ্ঠিত আছো।’ (সুরা নামল: ৭৯)

আল্লাহ নিজেই তাঁর ওপর ভরসাকারীর দায়িত্ব নিয়ে নেন। তিনি বলেন ‘আর যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তাঁর উদ্দেশ্য পূর্ণ করবেনই।’ (সুরা তালাক: ৩)।

এরপরও কত মানুষ বিভিন্ন সৃষ্টির কাছে সম্পদ, সন্তান অথবা দুনিয়ার কোনো কল্যাণ কামনা করে থাকে। বিভিন্ন মাজারে গিয়ে মনোবাসনা পূরণের জন্য মানত করে। অথচ ওই মাজারে যিনি শায়িত আছেন, তিনিই হয়তো বিভিন্ন পরীক্ষার মধ্যে লিপ্ত আছেন। তাই এসব কাজ করা থেকে বিরত থাকা এবং আল্লাহর ওপর ভরসা করা উচিত।

আল্লাহর ওপর ভরসা করার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাঁর ওপর নির্ভরশীল বান্দাদের অগণিত রুটি-রুজি দেন, পার্থিব সব সমস্যার সমাধান করেন এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দেন ও তাদের মর্যাদা সুউচ্চ করেন। মহানবী (সা.) বলেন, ‘তোমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহর ওপর নির্ভরশীল হতে, তাহলে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয়, সেভাবে তোমাদেরও রিজিক দেওয়া হতো। এরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে।’ (তিরমিজি)

লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত