Ajker Patrika

ছিনতাইয়ে নতুন কৌশল যাত্রীর গায়ে বমি

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৭: ৩৬
ছিনতাইয়ে নতুন কৌশল যাত্রীর গায়ে বমি

গাজীপুরের শ্রীপুরে আন্তজেলা অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকা আলম এশিয়া পরিবহন থেকে তাঁদের আটক করা হয়েছে। তাঁরা গণপরিবহনে যাত্রীর শরীরে বমি করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিতেন বলেন জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহের আব্দুল মতিন (২৪), মো. ফরহাদ মিয়া (২৬), মো. খায়রুল ইসলাম (২৮), মো. শাওন মিয়া (৩২) ও গাজীপুরের মো. হৃদয় মিয়া (২২)।

আলম এশিয়া পরিবহনের চালক আলিম উদ্দিন বলেন, অভিনব কৌশলে যাত্রী বেশে বাসে উঠে তাঁরা মাওনা চৌরাস্তা পৌঁছামাত্র বমি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বাসে থাকা যাত্রীরা তাঁদের হাতেনাতে আটক করেন। পরবর্তী পুলিশ এসে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।

টাকা ছিনিয়ে নেওয়ার কৌশল সম্পর্কে আট ফরহাদ মিয়া বলেন, তাঁরা দুজন ভালুকা উপজেলার মাস্টার বাড়ি এলাকা থেকে যাত্রী বেশে বাসে ওঠেন। এরপর সিটে বসে থাকা একজন যাত্রী পাশে দাঁড়ান। পরবর্তী তাঁদের আরও কয়েকজন সদস্য জৈনা বাজার থেকে বাসে ওঠেন। এরপর তাঁদের একজন এক যাত্রীর শরীরে বমি করেন।

ফরহাদ বলেন, ‘এরপর কৌশলে ওই যাত্রীর পাশে গিয়ে ঘিরে ফেলি, যাতে করে কেউ বুঝতে না পারে আমরা একই দলের। পরবর্তী যে বমি করেছেন তাঁকে মাফ চাইতে ও বমি মুছতে বলি। বমি মোছার ভান করে ওই যাত্রীর কাছ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিই।’

শ্রীপুর থানার এসআই অঙ্কুর কুমার বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত