Ajker Patrika

সরকারি জায়গা বেদখল দোকানঘর নির্মাণ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২২, ১১: ২০
সরকারি জায়গা বেদখল দোকানঘর নির্মাণ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সরকারি হালট দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারের উত্তর পাশে মোকশোদের দোকান থেকে উত্তরে বাবুখলা নদী পর্যন্ত এই অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এর সঙ্গে জড়িত বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

গত সোমবার সকালে একই এলাকার জিল্লুর রহমান, আব্দুল হামিদ, শাহিন পাঠান, ইউনুছ আলীসহ কয়েকজন ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এর অনুলিপি দেওয়া হয়েছে কলমাকান্দা সহকারী কমিশনার (ভূমি) ও রংছাতি ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে।

অভিযোগ সূত্রে আরও জানা গেছে, উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারের উত্তর পার্শে মোকশোদের দোকান থেকে উত্তরে বাবুখলা নদী পর্যন্ত সরকারি হালট দখল করেন ওই এলাকার আ. খালেক, নিজাম মিয়া, শহীদ মিয়া, মোকশোদ মিয়া ও হায়দার আলীসহ আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। তাঁরা সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন। আর এই সরকারি হালট উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেন।

এ ব্যাপারে মো. ইউনুছ আলী বলেন, সরকারি হালটে এলাকার কয়েকজন প্রভাবশালী স্থাপনা নির্মাণ করেছেন। তাই সরকারি হালট উদ্ধারের জন্য ইউএনও স্যার বরাবরে আবেদন করেছি।

এ বিষয়ে অভিযুক্ত আ. খালেক, মোকশোদ মিয়া ও হায়দার আলীর মুঠোফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। নিজাম মিয়া ও শহীদ মিয়া বলেন, তাঁরা এ বিষয়ে কোনো কথা বলতে বাধ্য নন।

এ বিষয়ে কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় বলেন, সরকারি হালট থেকে স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের বলা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা বলেন, অভিযোগ পেয়ে বিষয়টি তদন্তের জন্য কলমাকান্দা সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত