Ajker Patrika

ভারতের নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৩

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৭: ০৭
ভারতের নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৩

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য নাগাল্যান্ডে গতকাল রোববার ভোরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে নিজেদের এক সদস্যসহ অন্তত ১৪ জন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ নিহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং একটি উচ্চপর্যায়ের তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

রয়টার্সের তথ্যমতে, নাগাল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলে মিয়ানমার সীমান্তের কাছে মন জেলার ওটিং গ্রামে গতকাল ভোরে ট্রাকে করে কয়লাখনির শ্রমিকেরা কাজে যাচ্ছিলেন। ট্রাকটি আসাম রাইফেলসের ক্যাম্পের কাছে পৌঁছালে সেটাকে লক্ষ্য করে নির্বিচার গুলি করা শুরু করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে গাড়িতে থাকা ৩০ শ্রমিকের মধ্যে ৬ জন ঘটনাস্থলে প্রাণ হারান।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় পুলিশের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান, নিরাপত্তা বাহিনীর কাছে গোয়েন্দা প্রতিবেদন ছিল। এ সময় এ রাস্তা দিয়ে বিদ্রোহীদের গাড়ি যাওয়ার কথা। কিন্তু ভুলে সাধারণ মানুষের গাড়িতে গুলি চালানো হয়েছে।

তিনি আরও জানান, শ্রমিক নিহত হওয়ার খবর শুনে স্থানীয় গ্রামবাসী আসাম রাইফেলসের ক্যাম্প ঘেরাও করে। গ্রামবাসী রাইফেলসের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ অবস্থায় রাইফেলসের সদস্যরা গ্রামবাসীর ওপর আবার গুলি চালায়। তখন নিরাপত্তা বাহিনীর এক সদস্যসহ আরও ৭ জন সাধারণ মানুষ নিহত হয়।

শিগগির একটি তদন্ত শুরুর কথা জানিয়ে তদন্ত শেষে দোষীরা শাস্তি পাবেন বলে জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিফিউ রিও। তা ছাড়া, গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণেই এ শোচনীয় ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচলসহ দেশটির জঙ্গলময় অঞ্চলগুলোতে স্বায়ত্তশাসনের দাবিতে বিদ্রোহীরা সক্রিয় রয়েছে। গত ১৫ নভেম্বর অরুণাচলে এক অভিযানে তিনজন বিদ্রোহীকে হত্যা করে ভারতের সেনাবাহিনী। তার দুই দিন আগে মণিপুরে আসাম রাইফেলসের কর্নেল বিপ্লব ত্রিপাঠী, তাঁর স্ত্রী-শিশুপুত্র ও চার সেনাসদস্যসহ মোট সাতজন এক অজ্ঞাত হামলায় নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত