Ajker Patrika

স্ট্রাইক রেট নিয়ে বেশি ভাবিনি

বোরহান জাবেদ
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ৪৯
স্ট্রাইক রেট নিয়ে বেশি ভাবিনি

প্রশ্ন: সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন, বিপিএল শুরুর আগে এমন কোনো লক্ষ্য ঠিক করে রেখেছিলেন যে এবার ভিন্ন কিছু করতে হবে? 
নাজমুল হোসেন শান্ত: এগুলো তো আসলে পরিকল্পনা করে হয় না। আমারও সে রকম কিছু মাথায় ছিল না। তবে হ্যাঁ, অবশ্যই ভালো কিছু করার প্রত্যয় ছিল। আমি একেকটা ম্যাচ ধরে ধরে এগিয়েছি। ভালো শুরু পাওয়ার পর সেটার ধারাবাহিকতা ধরে রাখতে চেয়েছি। যেটা আগে কোনোভাবে হয়নি। 

প্রশ্ন: বিপিএলের ঠিক কোন পর্যায়ে গিয়ে মনে হয়েছে, ব্যাটিংটা ভালো হচ্ছে, এটা এগিয়ে নেওয়া উচিত? 
শান্ত: প্রথম ম্যাচ থেকেই মনে হয়েছে, এই টুর্নামেন্টে আমার ভালো করা সম্ভব। তো আমি সেভাবেই নিজেকে প্রতি ম্যাচের জন্য প্রস্তুত করেছি। 
 
প্রশ্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছিলেন। ব্যাটিংয়ে আত্মবিশ্বাসটা কি সেখান থেকেই কাজ করছিল? 
শান্ত: একটা বড় টুর্নামেন্টে রান করলে ব্যাটার হিসেবে অবশ্যই পরে সেই আত্মবিশ্বাসটা মাথায় কাজ করে। আমার ক্ষেত্রেও বিপিএলে সেটা কাজে দিয়েছে। 

প্রশ্ন: লিটন দাস যেমন জাতীয় দলে একটু দেরিতে থিতু হয়েছেন, আপনার ক্ষেত্রেও একই রকম আলোচনা হয়। আপনার নিজের কাছে কী মনে হয়? 
শান্ত: তার (লিটন) সঙ্গে মিলিয়ে আসলে চিন্তা করছি না। ব্যাপারটা হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে আমি এখনো ধারাবাহিক ভালো করতে পারিনি। শুধু (২০২২) টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করলে আসলে বোঝা যাবে, আমি ঠিক কোন অবস্থায় আছি।

প্রশ্ন: বিপিএলে রান করার পর আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক হওয়ার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? 
শান্ত: আত্মবিশ্বাস আসলে সব সময়ই থাকে। ম্যাচ খেলার পর ফলটা দেখা যাবে। আগে থেকে কথা বলে লাভ নেই। ম্যাচ খেলার সুযোগ যখন আসবে, তখন যদি নিয়মিত ভালো করতে পারি, তারপর বুঝতে পারব কী অবস্থায় আছি। 

প্রশ্ন: বিপিএলে সেরা ১০ রান সংগ্রাহকের মধ্যে আপনার স্ট্রাইক রেট সবচেয়ে কম। দল থেকে আপনার রোল কী ছিল? 
শান্ত: স্ট্রাইক রেট নিয়ে আমি কখনো চিন্তিত ছিলাম না। কারণ, আমি চেষ্টা করেছি দলের পরিকল্পনা অনুযায়ী খেলার। তো আমার যে ভূমিকা ছিল, আমি যেন প্রতিদিন অন্তত ১৫ ওভার পর্যন্ত উইকেটে থাকি। ইনিংস যতটা লম্বা করতে পারি। আমি সেই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টাই করেছি। স্ট্রাইক রেট নিয়ে খুব বেশি ভাবিনি, দলের পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছি। আমার কাছে তাই মনে হয়েছে, কোনো কোনো সময় স্ট্রাইক রেট কম হয়েছে, আবার কোনো কোনো সময় খুব ভালো ছিল। 

প্রশ্ন: এই বিপিএল আপনার ক্যারিয়ারে কতটা প্রভাব রাখবে বলে মনে করেন? 
শান্ত: এটা আমার কাছে একটা বিপিএলই ছিল। তবে হ্যাঁ, টুর্নামেন্ট হিসেবে ভালো গেছে। টুর্নামেন্টসেরা হয়েছি, অনেক রান করেছি, অবশ্যই খুশি। কিন্তু ওই রকম আলাদা কিছু না। চেষ্টা থাকবে আবার পরের বছর যখন বিপিএল ফিরবে, সুস্থ থাকলে এর চেয়ে আরও ভালো করা 
যায় কি না। 

প্রশ্ন: মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে প্রথমবার খেলেছেন। তাঁর নেতৃত্ব আপনার ব্যাটিংয়ে কতটা প্রভাব ফেলেছে? 
শান্ত: মাশরাফি ভাইয়ের যে ব্যাপারটাতে সবাই অনুপ্রাণিত হন, সেটা হচ্ছে দলের ভালো সময়, খারাপ সময়—তিনি সব সময় সবার পাশে থাকেন। এবং প্রত্যেক খেলোয়াড়কে স্বাধীনতা দিয়েছেন, আমাকেও দিয়েছেন। এটা আমার জন্য খুবই ভালো হয়েছে, আমি নিজের খেলাটা খেলতে পেরেছি। তাঁর পরিকল্পনা একেবারেই পরিষ্কার ছিল। আমি কীভাবে খেলতে চাই, তাঁর কাছ থেকে আমি পরিষ্কার পরিকল্পনা পেয়েছি। সব মিলিয়ে বললে, অসাধারণ সমর্থন পেয়েছি মাশরাফি ভাইয়ের কাছ থেকে। 

প্রশ্ন: বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজিদের অনিশ্চয়তার কথা নিশ্চয়ই আপনি জানেন। এবার সিলেট স্ট্রাইকার্সের মতো নতুন ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন। কেমন দেখেছেন সিলেটকে?

শান্ত: (সিলেট) ফ্র্যাঞ্চাইজি খুবই ভালো। আমাদের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। আমাকে নিয়ে তারা অনেক আত্মবিশ্বাসী ছিল, তারা অনেক হেল্পফুল। যাঁরা যুক্ত ছিলেন, মানুষ হিসেবে সবাই অসাধারণ। ভালো-খারাপ সময়ে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্তে তাঁরা পাশে ছিলেন, অনুপ্রাণিত করেছেন। আমার কাছে কোনো সময় চাপ মনে হয়নি। মনে হয়, যত বিপিএল খেলেছি, এগুলোর মধ্যে অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজিতে এ বছর খেলেছি। এদিক থেকে আমি খুবই ভাগ্যবান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত