Ajker Patrika

‘পুলিশের অবহেলায় হত্যাকাণ্ড ঘটেছে’

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৯: ১৫
‘পুলিশের অবহেলায় হত্যাকাণ্ড ঘটেছে’

নাটোরের লালপুরে ঈশ্বরপাড়া গ্রামে সরকারি খাস দিঘি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মকলেছুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। এ বিষয়ে গত বৃহস্পতিবার বিকেলে নাটোরের পুলিশ সুপার ঘটনাস্থলে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, পরিদর্শক (তদন্ত) আবু সিদ্দিক, আখচাষি নেতা অধ্যক্ষ ইব্রাহীম খলিল প্রমুখ।

এসপি লিটন কুমার সাহা বলেন, পুলিশের অবহেলায় হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ তৎপর থাকলে এমন ঘটনা ঘটত না। আর যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠার আশ্বাস দিয়ে সম্প্রীতির ঈশ্বরপাড়া গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। এখন থেকে সর্বোচ্চ নজরদারি ও এলাকাবাসীর কল্যাণে কাজ করবে পুলিশ। উভয় পক্ষের নারী-পুরুষদের আইন হাতে তুলে না নিয়ে শান্তিতে বসবাস করার অনুরোধ জানান। এ সময় উপস্থিত জনতা হাত তুলে শান্তির পক্ষে মত দেন।

এসপি লিটন কুমার সাহা আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় ২৮ জন আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর মধ্যে র‍্যাবের অভিযানে ৪ জন, পুলিশের অভিযানে ৭ জন এবং আদালতে আত্মসমর্পণ করেন ১৭ জন।

উল্লেখ্য, লালপুর উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে ১৮ বিঘার খাস দিঘির দখল নিয়ে বাদশাহ ও সাহাবুল দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত ২৯ অক্টোবর ভোরে এলাকায় পুলিশের উপস্থিতিতে মকলেছুর রহমান (৫০) খুন হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত