Ajker Patrika

আ.লীগের দুর্গে জামানত খোয়ালেন নৌকার প্রার্থী

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৭: ৩৩
আ.লীগের দুর্গে জামানত খোয়ালেন নৌকার প্রার্থী

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এক চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান মোল্লার ভরাডুবি হয়েছে। শুধু তাই নয়, এবারই প্রথম জামানত হারিয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউপি নির্বাচনে নৌকার এই ভরাডুবি হয়। এ ইউপিতে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মৌসুমী হক সুলতানা।

নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মৌসুমী হক সুলতানা পেয়েছেন ৫ হাজার ৪০২ ভোট। তাঁর নিকটতম হয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী, তিনি পেয়েছেন ৪ হাজার ৫৭৩ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মজিবর রহমান মোল্লা পেয়েছেন মাত্র ৩২৫ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী লিয়াকত হোসাইন পেয়েছেন ৩২২ ভোট। লক্ষ্মীপুর ইউনিয়নে ১৫ হাজার ৫১৪ ভোটারের মধ্যে ১০ হাজার ৬২২ জন ভোট দেন।

আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে বিজয়ী প্রার্থী ৫ হাজার ৭৭ ভোট বেশি পেয়েছে। আর প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোটও পাননি আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মজিবর রহমান মোল্লা। এ কারণে তাঁকে জামানত হারাতে হয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা জানান, এবারের নির্বাচনে দলীয় প্রার্থী অনেকের পছন্দের ছিল না। টাকার বিনিময়ে মনোনয়ন নিয়েছেন। এ কারণে স্থানীয় আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল নেতা তাঁর পক্ষে কাজ করেননি। এর থেকে যাঁরা দলের জন্য কাজ করেছেন, তাঁদেরই ভোট দিয়েছেন। তাঁরা প্রকাশ্যে বিরোধিতা করতে না পারলেও ব্যালটে নিজেদের অবস্থান নিয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, নৌকার প্রার্থী মো. মজিবর রহমান মোল্লাকে সাধারণ ভোটারদের অনেকেই চেনেন না। নৌকার মনোনয়ন বাগিয়ে নিলেও রাজনৈতিক কর্মসূচিতে দেখা মিলত না তাঁর। দলের তৃণমূলের নেতা-কর্মীরাও তাঁকে ভালোভাবে মেনে নেয়নি।

পরাজয়ের কারণ জানতে আওয়ামী লীগের প্রার্থী মজিবর রহমান মোল্লাকে একাধিকবার ফোন দিয়ে ও খুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি। তবে পরাজয় প্রসঙ্গে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকা বলেন, ‘মাদারীপুরের জনপদ আওয়ামী লীগের ঘাঁটি। এখানে আওয়ামী লীগের যত জাতীয় নির্বাচন হয়েছে, সবটাতেই জয়ী হয়েছেন। কিন্তু এবার ইউপি নির্বাচনে এক প্রভাবশালী নেতার কারণে নৌকার পরাজয় হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত