Ajker Patrika

অপেশাদার দলকে নিয়েই সতর্ক জামালরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১২: ৫৪
অপেশাদার দলকে নিয়েই সতর্ক জামালরা

দেশটিতে ফুটবল শৌখিনতা। ক্লাব আছে ঠিকই তবে ফুটবলাররা পারিশ্রমিক পান ম্যাচে খুব বেশি ভালো খেলে মন কাড়তে পারলেই। বাংলাদেশের একজন মাঝারি মানের ফুটবলার মৌসুমজুড়ে সাইডবেঞ্চে বসে যে পারিশ্রমিক পান, পুরো সিশেলস দলের পারিশ্রমিকও এর চেয়ে কম। এমন একটা দলের সঙ্গে ম্যাচটাই কি না, ভীষণ গুরুত্বের বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার জন্য!

কাবরেরাকে অবশ্য ভাবতেই হচ্ছে সিশেলসকে নিয়ে। গত বছর প্রথম মেয়াদে বাংলাদেশকে ৮ ম্যাচে মাত্র একবার জিতিয়েছেন কাবরেরা। সাফল্যহীন থাকার পরও চুক্তি বেড়েছে স্প্যানিশ কোচের। জুনে সাফের আগে সাফল্য দেখাতে না পারলে সমালোচনা কিছুতেই ঠেকানো সম্ভব নয়, সেটা কাবরেরা ভালোই বুঝতে পারছেন। মূলত তাঁর চাহিদা মেনেই সিশেলসের সঙ্গে আজ বিকেলে সিলেট স্টেডিয়ামে ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা। প্রতিপক্ষ খেলোয়াড়েরা হতে পারে অপেশাদার, কিন্তু দিন শেষে জাতীয় দল। ১৯৯তম স্থানে থাকা দলটিকে হারাতে পারলে র‍্যাঙ্কিংয়ে কিছুটা হলেও উন্নতির সুযোগ থাকবে সাত ধাপ এগিয়ে থাকা বাংলাদেশের।

২০২১ সালে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে একমাত্র দেখায় এগিয়ে থেকেও সিশেলসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল সিশেলস।  তাই প্রতিপক্ষকে নিয়ে সজাগ জামালরা। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘সিশেলস শারীরিকভাবে খুবই শক্তিশালী। তারা অপেশাদার হলেও তাদের দলে দুই-তিনজন খেলোয়াড় আছে যারা পার্থক্য গড়ে দিতে পারে।’ আর কাবরেরা বললেন, ‘আমাদের লক্ষ্য জেতা। সিশেলসকে খাটো করে দেখা যাবে না। তারা ৭০ ধাপ ওপরের দল কমোরোসকেও হারিয়ে দিয়েছে। সিশেলস ছোট দল এটা বিশ্বাস করা যাবে না।’

এই ম্যাচেই লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে পারে এলিটা কিংসলের। তাঁকে ২৩ জনের দলে রেখেছেন কাবরেরা।  জামালের বিশ্বাস, এলিটা আজ ম্যাচে খেলবেন। তবে ধোঁয়াশা তৈরি করে রেখেছেন কোচ কাবরেরা, ‘এলিটা দলের জন্য উপহার, সজীব, সুমন দারুণ করছে। এ ছাড়া বাকিরাও ভালো করছে। যেই সুযোগ পাক সেই সেরাটা দেওয়ার চেষ্টা করবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত