Ajker Patrika

বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১২: ৪৭
বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনায় জয়িতাদের সম্মাননা দেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

প্রতিনিধিদের পাঠানো খবরে।

ভান্ডারিয়া: উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে পাবলিক হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিন নারীর হাতে জয়িতা সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

পরে শিক্ষা ও চাকরিক্ষেত্রে সফল শিক্ষক ইফ্ফাত আরা, সমাজ উন্নয়নে ফাতিমা আক্তার ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে ছাকেবুন্নাহারসহ তিন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

নেছারাবাদ: উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানে নির্বাচিত জয়িতা নারীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন।

নির্বাচিত জয়িতারা হলেন অর্থনৈতিকভাবে সফল নারী কল্পনা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ফাহিমা আক্তার, সফল জননীতে ফজিলা খানম, নির্যাতনের বিভীষিকা মুছে সফল উদ্যমে পথচলায় সাবরিনা এবং সমাজ উন্নয়নে খাদিজা খানম।

কলাপাড়া: উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় পাঁচ মহীয়সী নারীকে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়।

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী রোকাসানা পারভীন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শুভ্রা চক্রবর্তী, সফল জননী নারী মোর্শেদা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলা নতুন উদ্যমে জীবন শুরু করা নারী শেফালী বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নারী সালমা বেগমকে জয়িতা সম্মাননা দেওয়া হয়।

মির্জাগঞ্জ: উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জয়িতাদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সফল জননী নারী মোসা. তারাবানু বেগম, সমাজ উন্নয়নে অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা, অর্থনৈতিক ক্ষেত্রে মোসা. রাশিদা, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু মোসা. ফেরদৌসী বেগমকে জয়িতা সম্মাননা দেওয়া হয়।

বাউফল: শিক্ষা ও চাকরি বিষয়ে সম্মাননা পেয়েছেন ইন্দ্রকুল গ্রামের রাহিমা আক্তার, সফল জননী হিসেবে সম্মাননা পেয়েছেন বাউফল পৌরশহরের মনোয়ারা বেগম, উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হিসেবে সম্মাননা পেয়েছেন মোসাম্মদ সায়মা আরা জাহান ও সমাজ উন্নয়নে অবদান সম্মাননা পেয়েছেন ইয়াসমিন ফারুক।

পাথরঘাটা: গতকাল শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রওশন আরা মুন্নিকে, সমাজের উন্নয়ন অসামান্য অবদান রাখার জন্য নাজমা বেগমকে, সফল জননী নারী আলো নারীকে, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলা নতুন উদ্যমে জীবন শুরু করা রাশিদাকে ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শিল্পী কর্মকারকে অন্বেষা পুরস্কার দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত